কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে সিরিজের প্রথম T-20 ম্যাচ।
তিনি বলেন, “আমরা এখানে খেলা উপভোগ করতে এসেছি। নিরাপত্তাজনিত শঙ্কা থাকলেও ভারতের মানুষের আমাদের প্রতি ভালোবাসা ও মমতার কারণে আমরা এ নিয়ে খুব একটা চিন্তিত নই। ক্রিকেটের চেতনাই সবচেয়ে বড় ব্যাপার, যা দুই দেশের মানুষই ধারণ করে।”
ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে প্রায় তিন দশক পর টেস্ট সিরিজ হেরে ভারত এখন বেশ চাপের মধ্যে। ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সমালোচকদের তীরে বিদ্ধ হচ্ছেন প্রতিনিয়ত।
তবে অধিনায়ক হিসেবে অভিজ্ঞতায় হাফিজ ও মিসবাহ-উল-হকের চেয়ে ধোনি অনেক এগিয়ে। এ প্রসঙ্গে হাফিজ বলেন, “কোনো সন্দেহ নেই ধোনি আমার এবং মিসবাহ-উল-হকের (পাকিস্তানের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক) চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। প্রত্যেক অধিনায়কেরই কিছু নিজস্ব কৌশল ও পরিকল্পনা থাকে। আমাদের লক্ষ্য, নিজেদের ক্ষমতা অনুযায়ী এবং টি-টোয়েন্টি ক্রিকেটের চিরাচরিত চাপের কথা না ভেবে যতটা সম্ভব ভালো খেলা।
http://cricket.bdnews24.com/bangla/deta amp;cid=26