Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ফুজিৎসু লাইফবুক LH532 - কেমন হবে?

$
0
0

পরিচিত একজন রাজশাহী থাকেন- ওখানে গরম বেশি- গ্রীষ্মকালে ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠে। তিনি এমন একটা ল্যাপটপ চান যেটা গরম কম হয়। বাজেট বেশি না- ৫০ হাজার। আজকে কম্পিউটার মেলা এবং আইডিবি ঘুরে ফুজিৎসু লাইফবুক LH532 মডেলের ল্যাপটপটা পছন্দ হলো- Cor i5-3210M processor (3M Cache), 2GB Ram, 500GB HD। কয়েকটি দোকানের বিক্রেতারা বললেন এই কোম্পানির ল্যাপটপ কম গরম হয়। কতোটা সত্যমিথ্যা বুঝতে পারছি না। দামও একটু বেশি - ৫৫ হাজার।

এই লিঙ্ক (http://www.pcmag.com/products/compare/1 … 315,289399) থেকে দেখা যায়, অন্যান্য কোম্পানির তুলনায় এই মডেলের ল্যাপটপটি কিছুটা পিছিয়ে। আবার পিসিম্যাগের রিভিউও (http://www.pcmag.com/article2/0,2817,2405849,00.asp#) আশাব্যঞ্জক নয়। ফোরামিকরা কি কেউ এটি ব্যবহার করেছেন? কিনব কিনা কোনো পরামর্শ?


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>