HSC পরীক্ষা দিলাম। Result পাইলাম। English বাদে সবগুলায় A+ (both SSC & HSC). Admission Text দিলাম। অনেক জায়গায় Waiting আবার অনেক জায়গায় চান্স পাইলাম। যেমন একটা বলি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (SUST) অল্পের জন্য CSE পাইলাম না। কিন্তু আমি CSE পড়তে চাই। তাই SUST তে ভর্তি হই নাই।
EWU এবং AIUB তে পরীক্ষা দিলাম। CSE কাজ হইল। তবে EWU তে পড়তে চাই না। AIUB প্রথম চয়েজ। কিন্তু কথা হইল ২৯-১২-২০১২ তারিখে ভাইবা পরীক্ষা। যা সম্পর্কে আমার কোন ধারনা নাই। আমার এক বন্ধু বলল এই ফোরামে নাকি অনেকে AIUB-র। তাই আপনারা ভরসা, একটু বলেন তো কি প্রশ্ন ধরে।
↧
AIUB তে ভাইভা পরীক্ষা
↧