ব্রেইনলেস ট্রেইন
~ মেরাজ০৭
সাপের মত চলে এমন এক যন্ত্র যার নাম ট্রেইন,
ট্রেনের নাম শুনলেই ঝিক ঝিক Sound can Be Heard in The Brain.
ট্রেনে চড়েনাই এমন লোক কম,
কোথায় নাকি ট্রেনে ফুটেছে এক Bomb.
ট্রেনে হয় কম দুর্ঘটনা,
হয়, যদি চালক মোবাইলে দেখতে থাকে Katrina.
তখন প্রানহানী হয় অনেক,
সময়মত করলেই পারতো Brake.
ট্রেনে খাবার করা হয় পরিবেশন,
Network গোলমালে ঝামিলা হয় Communication.
খাবারের ভালোনা এত মান,
Though You wont have any problem.
ট্রেন যায় মাঝে মাঝে থেমে,
তখন অনেকেই যায় নেমে।
চলতে শুরু করলে যায় উঠে,
চিটাগাং শহরে পৌছাতেই সূর্য উঠে।