আমার আছে ছোট্ট আকাশ
কৌতুহলের মাঝে,
সাথে জানার আগ্রহটাও
স্বপ্ন হয়ে বাজে।
জ্ঞানের ধনে ধন্য হবো
এটাই আমার স্বপ্ন,
কারন আমি বুঝতে পারছি
জ্ঞানই আসল রত্ন।
অজানাকে জানার জন্য
আকাশ দেব পাড়ি,
একটু হেল্প চাই সবার কাছে
কেউ করোনা আড়ি।
আমার আছে ছোট্ট আকাশ
কৌতুহলের মাঝে,
সাথে জানার আগ্রহটাও
স্বপ্ন হয়ে বাজে।
জ্ঞানের ধনে ধন্য হবো
এটাই আমার স্বপ্ন,
কারন আমি বুঝতে পারছি
জ্ঞানই আসল রত্ন।
অজানাকে জানার জন্য
আকাশ দেব পাড়ি,
একটু হেল্প চাই সবার কাছে
কেউ করোনা আড়ি।