Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

নতুন ফোরাম করতে যাচ্ছি, সাহায্য করবেন (অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ)

ফোরামের সবার বিশেষ করে মড আর অ্যাডমিন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি নতুন একটি ফোরাম চালু করতে যাচ্ছি আর সে জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। আশা করছি সাহায্য পাবো। প্রথমেই বিস্তারিত বলে নিই।

অ্যান্ড্রয়েড কথনের নাম হয়তো ফোরামে অনেকেই শুনেছে। অ্যান্ড্রয়েড নিয়ে সব খবরাখবর দেয়ার লক্ষ্যে গত আগস্টে চালু হওয়া সাইটটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। কিন্তু কেবল অ্যান্ড্রয়েড খবর আর টিউটোরিয়াল নিয়েই খুশি নন পাঠকরা। আমরা প্রচুর অনুরোধ পাচ্ছি ফোরাম চালু করার জন্য। একটি ফেসবুক গ্রুপ রয়েছে প্রায় ১ হাজার সদস্যসহ কিন্তু জানেনই তো গ্রুপে পুরনো পোস্টগুলো হারিয়ে যায়। খুঁজে বের করা টাফ ব্যাপার। তাই ভাবছি ফোরাম চালু করবো।

কিন্তু কোন সফটওয়্যারে চালাবো এ নিয়ে ব্যাপক দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। প্রথম পছন্দ ছিল বিবিপ্রেস, যেটা ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টে চলে। বিবিপ্রেস পছন্দ করার কারণ এর ম্যানেজমেন্ট খুবই সহজ আর এটি ওয়ার্ডপ্রেসে চলে। ওয়ার্ডপ্রেসের সুবিধা হচ্ছে আমার কিছু জরুরি প্লাগইন (স্ট্যাটস, ব্যাকআপ ইত্যাদি) আমি বিবিপ্রেসে কাজে লাগাতে পারছি। বিবিপ্রেসের ম্যানেজমেন্ট খুবই সোজা হলেও এতে অনেক সুবিধা নেই। যেমন ইউজার রেপুটেশন ইত্যাদি।

মাইবিবি নিয়ে অনেকক্ষণ গুতাগুতি করলাম কিন্তু ওটাও অনেক ঝামেলার মনে হল। আসলে অনেক বেশি কনফিগারেশন থাকায় আমার কাছে গ্যাঞ্জাম লাগছে। তবে মাত্র পানবিবি ইন্সটল করে দেখলাম সিম্পল মনে হচ্ছে। দেখতেও হালকা লাগছে। যেহেতু প্রজন্ম ফোরাম পানবিবিতে চলছে, তাই অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি।

কথা হচ্ছে, এই ফোরাম শেয়ার্ড হোস্টিং-এ কী পরিমান চাপ ফেলবে? এর নিরাপত্তা বৃদ্ধি ও নিয়মিত ব্যাকআপ রাখার জন্য কী করা যেতে পারে? আর যদি সম্ভব হয় প্রজন্ম ফোরামে ব্যবহৃত বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাকটা কি দেয়া যাবে কি না? আশা করছি কেবল অ্যান্ড্রয়েড নিয়ে তিল তিল করে গড়ে ওঠা এই কমিউনিটিকে একটি ডেডিকেটেড বাংলা ফোরাম বানানোয় সহায়তা করবেন। Image may be NSFW.
Clik here to view.
smile


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>