দীর্ঘদিন যাবত ব্যবহার করছি উইন্ডোজ ৮ প্রো, সবকিছু ঠিকঠাকই ছিলো, কিন্তু গত কিছুদিন যাবত উইন্ডোজ এইটে একটি সমস্যার মুখোমুখি হচ্ছি। সমস্যাটি হলো হেডফোন নিয়ে। আমার ল্যাপটপের উইন্ডোজ এইটে গত কিছুদিন যাবতই হেডফোন দিয়ে কোন সাউন্ড হচ্ছেনা, আমার কাছে দুটি হেডফোন আছে- একটি মোবাইল হেডফোন (নকিয়া) এবং অন্যটি মাইক্রোল্যাব ব্রান্ডের হেডফোন। কোনটি দিয়েই সাউন্ড হচ্ছেনা, যদিও ল্যাপটপের স্পিকার দিয়ে ঠিকই সাউন্ড পাওয়া যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম হেডফোনের সমস্যা, কিন্তু চেক করে দেখলাম মোবাইল ফোনে এবং লিনাক্সে (ডুয়াল বুটে ইন্সটল থাকা আর্চলিনাক্স) ঠিকই হেডফোনে সাউন্ড পাওয়া যাচ্ছে, অর্থাৎ সমস্যাটা শুধু উইন্ডোজ এইটেই হচ্ছে
ঊল্লেখ্য যখন হেডফোন লাগানো থাকে তখন সাধারন নিয়মেই ল্যাপটপের স্পিকার দিয়ে কোন সাউন্ড বের হয়না। এমতাবস্থায় মুভি দেখা, গান শোনা ইত্যাদি কাজগুলো নিয়ে বেশ সমস্যার মধ্যে আছি। বাংলালায়নের মডেমের ঝামেলার কারনে আবার যে লিনাক্সে থাকবো সেই উপায়ও নেই
তাই এখন ফোরামের অভিজ্ঞ উইন্ডোজগুরুদের নিকট সাহায্যপ্রার্থী।
ধন্যবাদ।
↧
উইন্ডোজ ৮ - ল্যাপটপের হেডফোনে সাউন্ড সংক্রান্ত সমস্যা
↧