থ্রিজি ইন্টারনেট মডেম আনল টেলিটক
০১ লা জানুয়ারি, ২০১৩
রাষ্ট্রয়াত্ব টেলিকম অপারেটর টেলিটক ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দ্রুতগতি সম্পন্ন থ্রিজি মডেম বাজারে ছেড়েছে।
রূপসী বাংলা হোটেলে মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ফ্ল্যাশ’ নামের এই থ্রিজি মডেম আনুষ্ঠানিকভাবে বাজারজাতের ঘোষণা দেয়া হয়।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবর রহমান ‘ফ্ল্যাশ’ এর বাজারজাতের ঘোষণা দিয়ে বলেন, ইন্টারনেট ব্যবহারকারী সব ধরনের গ্রাহকদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে এ মডেম।
সর্বোচ্চ চার এমবিপিএস গতির ‘প্লাগ এন্ড প্লে’ মডেমের বৈশিষ্টগুলো তুলে ধরে মুজিবর বলেন, সিমসহ এই মডেমের মূল্য রাখা হয়েছে দুই হাজার ৫০০ টাকা।
প্রিপেইড প্যাকেজে ১০ জিবি এবং পোস্টপেইড প্যাকেজে ১২জিবি ডাটা বিনামূল্যে দেয়া হচ্ছে বলে জানান টেলিটক মহা-ব্যবস্থাপক (বিপণন ও বিক্রয়) মো. হাবিবুর রহমান।
গত অক্টোবর মাসে টেলিটক পরীক্ষামূলকভাবে শুধু ঢাকায় থ্রিজি সেবা শুরু করে।
রাজধানীর বাহিরে টেলিটক দ্রুত থ্রিজি সেবা শুরু করবে জানিয়ে মুজিবর রহমান বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে চট্রগ্রাম ও সিলেটে এ সেবা শুরু করা সম্ভব হবে।
অনুষ্ঠানে টেলিটক মার্কেটিং ম্যানেজার সামসুজ্জোহা বলেন, প্রাথমিকভাবে মডেমে সর্বোচ্চ ৪ এমবিপিএস গতি পাওয়া গেলেও ভবিষ্যতে চাহিদা বাড়লে গতি বাড়ানো হবে।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির গত বছরের জুলাই মাসের হিসাব অনুযায়ী দেশে প্রায় ৩ কোটি ইন্টারনেট গ্রাহক রয়েছে।