Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

সব ষড়যন্ত্র !!

$
0
0

http://imagesrv1.amardeshonline.com/201301/news/vim_sob-shorjontro.jpg
পরীক্ষা শেষে গ্রামে বেড়াতে এসেছে সবাই। প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে আড্ডা দিচ্ছিল বল্টু ভাইয়েরা। ঘরেবসে বল্টু ভাই দারুুণ আগ্রহে জানতে চাইল, ঠাণ্ডা না গরম? সবাইকে হা করে তাকিয়ে থাকতে দেখে বলল, বুঝলি না?
মাথার দুই ইঞ্চি ওপর দিয়েই গেছে?
আচ্ছা গোসল করছিস আজ? এইবার নিশ্চয়ই মাথায় পুরোপুরি ঢুকে গেছে?
পাপাই বলে, শুনেছি মিসরীয়রা মাসে একবার গোসল করে। গোসল করাইতো ঠাণ্ডার জন্য। শীতকালে এমনিতেই ঠাণ্ডা, বরফ হয়ে যাই। গোসল করব কি করতে? শুধু শুধু পানির অপচয়। তাছাড়াবডিস্প্রের ব্যবহার তো করতে হবে নাকি?
বল্টু ভাই বলে, তারপরও আমরাতো ওদের মতো অভ্যস্ত নই। ঠাণ্ডা না হোক, গরম পানি দিয়েই গোসল করতে হবে, তাই না?
তবে তোরা যদি বীরের মতো ঠাণ্ডা পানি দিয়ে গোসল করতে চাস—প্রথমে বিভিন্ন চ্যানেলের খবর দেখতে বসবি। খবরের ভয়াবহতা দেখেশরীর গরম হলে বিটিভির খবর দেখবি।ওখানকার উপচে পড়া তেল থেকে প্রয়োজন মতো নিয়ে শরীরে মাখবি। তোর লাগবে ২০ মিনিট। ১৮ মিনিট মনে সাহস জোগাতে, বাকি ২ মিনিটে গোসল।
এরই মধ্যে অন্তু অনিক দৌড়াতে দৌড়াতেএসে বসল চোখে-মুখে অপরাধী ভাব নিয়ে। অনেকবার জিজ্ঞেস করে জানা গেল, পাশের চৌধুরী বাড়িতে চোর ঢুকতে দেখে তারা পালিয়ে এসেছে। মনে হচ্ছিল ওরাই অপরাধী। ওদের দেখে মনে পড়ল, এই দেশেতো এটাই নিয়ম—চুরি করা অপরাধ নয়। চোর ধরা, দেখা, চোরকে চোরবলাই অপরাধ।
যাহোক, চোর ধরল বল্টু ভাই আশে-পাশে ফোন করে লোক জড়ো করে। অনেক গবেষণার পর তাত্ক্ষণিক রায় ঘোষিত হলো— পরিত্যক্ত বরফ পুকুরে ১০০ ডুব দেয়া! চোরদের বাপের নাম পর্যন্ত ভুলিয়েদেয়া হলো।
পরদিন বেড়াতে বের হলো ওরা। বিকাল না হতেই কুয়াশার প্রকোপে বেশি হাঁটতে পারল না। গিয়ে বসল মোড়ের দোকানটায়।
দোকানি ছেলেটা চা এগিয়ে দিতে দিতে বলে, বল্টু ভাই এইবার এত শীত পড়তেছে ক্যান? বরফ পড়ব মনে অয়।
দোকানের একজন বলে, কোনোবারই-তো এরকম শীত পড়ে নাই, ঘটনা কি? নির্ঘাত বিরোধী দলের ষড়যন্ত্র! যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেইএই নাশকতা সৃষ্টি করা হচ্ছে।
বল্টু ভাই চা খেতে খেতে হাসতে গিয়ে মুখের চা-টা লোকটার জামায় পড়ল। তিনি উঠে দাঁড়িয়ে পানি দিয়ে ধুয়ে দিতে দিতে বললেন, স্যরি ভাইজান, আপনার কৌতুকটা শুনে এত মজা পাইলাম যে, হাসি আটকে রাখতে পারলাম না।
দোকানের সামনে দিয়েএকটা ছেলে ‘রূপে আমার আগুন জ্বলে’ গানটা গাইতে গাইতে যাচ্ছিল দেখে পাপাইবলে, বল্টু ভাই ওই দেখো আগুনওয়ালা। বল্টু ভাই ডাক দিলেন, এই ব্যাটা এই দিকে আয়, আগুন পোহাই,আমরা শীতে মইরা যাইতেছি। আর তুই আগুন নিয়া ঘুরতাছোস! আয় ভাইজানের শার্টটাও শুকায় দিয়ে যা।
ভিমরুল


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>