অদ্ভুত শিল্পকর্মের এই সিরিজে এর আগে আমরা একটি পর্বে দেখেছি গাছের পাতা কেঁটে কেঁটে চমৎকার সব চিত্রকর্ম। আজ সেই ধারাবাহিকতায় আমরা আবারও আরো কিছু শিল্প কর্ম দেখবো গাছের পাতায়। তবে এবারের শিল্পকর্মগুলি গাছের পাতা কেঁটে তৈরি করা হয়নি, বরং গাছের পাতার উপরে তৈরি হয়েছে অদ্ভুত এই শিল্পকর্মগুলি। কিছু মানুষের অদ্ভুত খেয়ালের জন্য আজ আমরা এমন নয়নাভিরাম দৃষ্টিনন্দন “গাছের পাতায় অদ্ভুত শিল্পকর্ম” গুলি দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাই সেই সব মানুষদের।
সিরিজের অন্যান্য পর্বগুলি : অদ্ভুত চিত্রকর্ম (পেন্সিল সাপনার), গাছের পাতায় অদ্ভুত শিল্পকর্ম, ডিমের খোসায় অদ্ভুত শিল্পকর্ম, অদ্ভুত বর্ণচিত্র, অদ্ভুত সাদা স্কসটেপ শিল্পকর্ম, অদ্ভুত বিস্কুট সিটি। ।
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।