Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

এরাই কি তরুণ প্রজন্ম ?

ছি ! ছি ! লজ্জা ! এরাই কি তরুণ
প্রজন্ম ?
একটি দোকানে বসে অপেক্ষা করছি।
দোকানের ঠিকবাইরেই ৫ টা ছেলের
দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। কথাবার্তা
শুনে বুঝা গেল সবাই বিভিন্ন
ভার্সিটির অথবা কলেজের ছাত্র। এদের
বয়স হবে ১৭/২০ বছর।বেশ দূর
থেকেই আরেক তরুণের উত্তেজিত
চিকৎারশুনা গেল, “দোস্ত
পটাইয়া ফালাইছি।”ছেলেটি কাছে আসতেই
দু’জন জিজ্ঞেসকরলো, -
কোনটা পটাইছস ?- আরে, ওই
যে সিটি কলেজের টা।
মাত্রডেটিং কইরা আসলাম।- শালা,
তুই এই পর্যন্ত কয়টা করলি ? -
বাহুতে ঘুষি মেরে এক বন্ধু জিজ্ঞেস
করলো।- এইটা লইয়া ২৬ টা হইলো !
আরেক বন্ধু ব্যঙ্গ করে জিজ্ঞেস করলো,-
তুইকি ২৬ টা গার্লফ্রেন্ডই
একসাথে সামলাছ?- আরে গাধা, এখন
রানিং আছে ৩ টা।বাকীগুলা তো ব্রেক
আপ হইয়া গেছে। কিছু
খাইয়া ছাইড়া দিছি, আর কিছু
খাইতে দেয়া না দেইখা ব্রেক
কইরা দিছি।তবে এইটার
সাথে লং টাইম রিলেশান করুম।
বেশটাকা পয়সাওয়ালা নাকি শুনলাম।
এই কথাগুলো শোনার পর আমি ছেলেটির
চেহারারদিকে তাকিয়ে দেখলাম
এবং ভাবলাম,- এই
ছেলেটিকে হয়তো মা এখনও মুখে ভাত
তুলে খাওয়ায় এই
ভেবে যে ছেলে আমার এখনওখোকাই
রয়ে গেছে।- এই ছেলেটির সব আবদার
বাবা হয়তো পুরা করেনকারণ
তিনি মনে করেন ছেলেটি তার এখনও
যে সেইছোট্ট্রটি রয়ে গেছে।- এই
ছেলেটির বোন
হয়তো ভাইটিকে প্রচন্ডভালবাসে কারণ
ভাইটি তাহার কিছুইবুঝে না।- এই
ছেলেকে নিয়ে সমাজ সপ্ন
দেখে এরাইতো আগামীর সম্ভাবনা।
কথাকোপথনগুলো আমার মনে অনেক
গভীরদাগে কেটেছে। এই
তারুণ্য্ইকি আমরা চেয়েছিলাম ??
.....
Shame !
Shame !

[এই টপিকস টি সম্পূর্ণ সংগৃহীত। যারা পড়েননি বিশেষ করে তাদের জন্য। ভালো লাগল তাই শেয়ার করলাম। ভুল-ত্রুটি ক্ষমা করবেন।]


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>