------------------------------------------
ইদানীং ফোরামটা ভালোলাগেনা।
কেবলই উৎকট তর্ক।
আত্মাভিমান, অভিমান নাকি প্রজন্মের ফারাক?
বুঝি না কিছুই বুঝি না
ফোরামটা আর টানে না!
ভালোলাগেনা নিয়মের শতেক বেড়াজাল;
মন খুলে বলার সুযোগ
হঠাতই নেই যেন আর।
হারিয়ে গেল সেই সহনশীলতা,
বন্ধু ভেবে কাছে টানা, নির্মল হাস্যরস
আর প্রাযুক্তিক আলাপ।
পাঁচমিশেলে একদিন মসৃণ গড়িয়ে ছিল
বাংলায় ভাবের ই-আদানপ্রদান।
হায়! ফোরামটা আর টানছে না।
আজ সহসাই দেখি ভাঙ্গনের চোরা সুর
ব্যক্তি গাইছে সমষ্টির বিদ্রূপ!
সহমর্মিতা যেন পলাতক স্বপ্ন
মিলন-মেলা দুর্মুখ বিদ্বেষে খাবি খায়
অবন্ধু আচরণে শুকিয়ে বুঝি যায়
ভালোবাসার শিশু-সিন্ধু!
ফোরামে আর মন লাগছে না!
বন্ধুরা আমার, তুচ্ছ আমি।
ভালোবাসাহীণ পিঞ্জরে বহু মাথা কুটেছি,
আর চাই না!
দোহাই তোমাদের
ফিরে এসো, পিছে ফেলো যত ভুল বুঝাবুঝি - গ্লাণি।
সরিয়ে ফেলো
আত্মাভিমানের জগদ্দল পাথর।
ফিরে এসো।
হাসিমুখে বুক পেতে দাও
শুধু ভালোবাসা দাও
প্রজন্মের এই স্বপ্নালু শিশুটিকে
অহেতুক অভিমানে থেকো না আর নিথর।
-------------------------------------------
উদাসীন
২০ মার্চ, ২০০৮