Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ক্যারিয়ার হিসেবে CSE

$
0
0

এসএসসি এর পর কম্পিউটার কিনার পরেই এটা নিয়ে আমার তুমুল আগ্রহ । সারাদিন এটার পিছনেই লেগে থাকতাম । আস্তে আস্তে জানলাম যে প্রোগ্রামিং নামক একটা জিনিস আছে । প্রচন্ড মজা পেয়ে গেলাম সেটায় । পাইথন করতাম । শিল্ডের বইটা কিনে সি ও করা শুরু করেছিলাম যদিও এখন সেকেন্ড ইয়ারের ব্যাস্ততায় আর সময় বের করা হয়ে উঠে না । তারপরে লিনাক্স নিয়েও জানলাম । ঐটাতেও প্রচন্ড মজা পেয়ে গেলাম । সারিম ভাই , আশিকুর নূর ভাই , অনিরুদ্ধ এদেরকে দেখে ভাবি আমিও যদি তাদের মতো হতে পারতাম ! সবকিছু মিলিয়ে তাই ভাবছি এইচএসসি এর পরে ইনশায়াল্লাহ CSE তেই পড়ব যেহেতু আমার এই বিষয়ে অনেক আগ্রহ আছে ।

1. ক্যারিয়ার হিসেবে প্রোগ্রামিং কেমন ? ক্যারিয়ারের কথা জিজ্ঞেস করলে সবাই বলে ইইই এর কথা , CSE এর কথা কারো মুখ থেকে শুনিনাই । সবাই বলে এটা নাকি খুব বেশি সুবিধার না ।

2. CS/CSE/CSSE এগুলার পার্থক্য কি ? এগুলো কি একই নাকি আলাদা ? কোনটা ভালো/best ? কোনটাতে বেশি সুবিধা ?

3. আমার পড়লে হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয়েই পড়তে হবে । প্রাইভেট সম্ভব না । বুয়েট/শাহজালাল বা অন্যান্য পাবলিক ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কি CS/CSE সবগুলাই কি থাকে ?

তারপরেও নিজের ভিতরে একটা আশঙ্কা কাজ করে । আমি কি পারবো এগুলা ?


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>