একাকী বসে বসে ছোট্টবেলার সৃতিতে ম্রয়মান গম্ভীর হয়ে গিয়েছিলাম...ছোটবেলায় সূর্য্যমামা জাগার আগেই দল বেঁধে ছুটে যেতাম শিতের ভোড়ে কুড়িয়ে আনতাম বকুল ফুল/শেফালী ফুল...শহড়েএকাকী নষ্টলজিয়ার ষ্টেশনে আবেগীয় অবস্থান থেকে খুব বেশি ইচ্ছে করছে দেশের ফুলগুলো ছুঁয়ে দিতে...যতই তাপড়াই চাইলেই তো আর আবেগ পূরন সম্ভ্যব না..তাই গুগল মামার কল্যানে দেশের ফুল দেখে মন জুড়ালাম...সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম...ভাললাগা মন্দ লাগা সম্পূর্ন নিজ দায়িত্বে নিবেন...প্লিজ...
মোরা একটি ফুলকে বাচাঁব বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাশির জন্য অস্ত্র ধরি
ওগো বিদেশীনি তোমার চেরি ফুল দাও
আমার শিউলি নাও…………
মোর প্রিয়া হবে এসো রানি
দেব খোপায় জবার ফুল
ভেষেছে কলমি লতা
বলেছে স্ম্তি কথা তুমি আসবে
http://www.sonarbangladesh.com/blog/upl 5_F-11.jpg
জলে ভাষা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা
ঝরা বকুলের মত আমি
সাত ভাই চম্পা জাগোরে
বাদল দিনের প্রথম কদম ফুল
করেছ দান
রঙ্গন
পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
অপরাজিতা
জারুল
কাঞ্চন
কাশফুল
নয়ন তারা
টগর
ঘাস ফুল
সব শেষে রাতের রানির শুভেচ্ছা