প্রজেক্ট ৩৬৫ তে অংশ নেয়াটা সবার পক্ষে সম্ভব না,আমিও সেই মহামান্য অলসদের একজন। আমাদের মাঝে অনেকেই আছেন যারা টুকটাক ছবি তোলেন এবং সেগুলো কোনভাবেই ফোরামে শেয়ার করা হয়না। তাদের জন্যই এই টপিক।
আমি প্রায়ই একটা সমস্যায় পড়ি নতুন টপিক খুলতে গেলে। দেখা যায় আমার কাছে কোন একটা বিষয়ের শুধু একটা ছবিই আছে। সেই একটা ছবি দিয়ে নতুন একটা টপিক খোলাটা কেমন জানি অস্বস্তিকর একটা ব্যাপার লাগে। সেই সমস্যা সমাধানের জন্যই এই টপিক। আপনার তোলা এলোমেলো যে কোন ছবি শেয়ার করুন এই টপিকে। কোন নিয়ম নেই, দিন তারিখের হিসেব নেই, নতুন টপিক খুলবো নাকি , যদি খুলি তবে সেটার শিরোনামই বা কি হবে, কোনকিছুরই টেনশন নাই।
শুধু মনের আনন্দে ছবি পোষ্ট করে যাওয়া।
অনেকটা ছবিদের অফটপিক
আমি আমার একটা ছবি দিয়েই তবে শুরু করছি !
IMG_1187 by Himomiya, on Flickr