আমার এই ছবিগুলি কোনটাই সুন্দর ছবি এই কথা বলবো না, কারণ ছবিগুলির কোয়ালিটি যথেষ্টই খারাপ ৷ কিন্তু একটা সুন্দর প্রেক্ষাপট আছে যেটা আমার শহর-দেশে বেশ পছন্দের ৷
ছবিগুলো তুলেছিলাম ২০১১ সালের ২৫ ডিসেম্বর ৷ ক্রিসমাসের দিন ব্যান্ডেল চার্চে গিয়েছিলাম ৷ ভাগীরথি বা হুগলী নদীর একপাড়ে ব্যান্ডেল আর অপর পাড়ে হুগলী ৷ চার্চে খুব ভীড়, চার্চে ঘুরে বাইরে এসে চার্চেরই একজনকে জিজ্ঞাসা করলাম, এখানে আর কি দেখার আছে ? তো উত্তর পাওয়া গেল অবশ্যই নদী পার হয়ে ইমামবারা দেখে আসুন.... তবে আজতো ২৫ ডিসেম্বর খুব ভীড় হবে, তবুও দেখে আসুন ভালো লাগবে ৷ তাই নদী পেরিয়ে চলে গেলাম সেখানে, দেখলাম কত্ত মানুষের ভীড় ৷ যেটা দেখে ভালোলাগলো সেটা হল অজস্র মানুষের ভীড় (ঝগড়া না করে)
↧
ব্যান্ডেল চার্চ ও হুগলীর ইমামবারার ছবি
↧