গোপন সূত্রে এই মাত্র খবর পেলাম আমাদের মাইক্রোকাতার গত কাল বিয়ে করে এখন শ্বশুর বাড়ী অবস্থান করছেন। বড়ই আনন্দের বিষয় যে উনি শেষ অবধি বিয়ে করতে পেরেছেন। আর বড়ই দুঃখের বিষয় হচ্ছে- উনার কোনই শালি নাই, এক বাপের এক মেয়ে, এক বউই বিয়ে করেছেন তিনি। আসুন সবই উনার অবিবাহিত জীবনের ইনতেকাল ফরমানের দুঃখে দুঃখ প্রকাশ করি।
↧