১। নির্দিষ্ট এলাকার(ধরেন ৫০ মাইল) মাটির নীচের সব পানি ও গ্যাস প্রচুর আছে। এখন সব গ্যাস ও পানি শেষ হয়ে গেলে কি মাটির ধস হবে ?
২। পৃথিবী সেকেন্ডে/মিনিট কতবার ঘোরে/পাক খায় ?
৩। পৃথিবী সেকেন্ডে//মিনিট কত মেইল বেগে ছোটে/অতিক্রম করে ?
৪। বিবর্তনের কোন পর্যায়ে প্রাণীর দেহে চোখ এসে ছিল ?
৫। মানুষ মাটির কত নীচে কত মাইল পর্যন্ত যেতে পারে?
৬। পানিতে জীবাণু আছে কিনা তা পরিষ্কার সহজ উপায় কি ?