কিছুদিন আগে পেওনার কার্ডের জন্য আবেদন করেছিলাম। আশা ছিল অনলাইনে টুকটাক যে কাজ করি তার টাকা পয়সা উঠাইতে সাহায্য করবে। বেশ ভালো সার্ভিস। আমি বেশ সন্তুষ্ট। সমস্যা একটাই একটু স্লো। অনেকে ফী অনেক বেশি মন্তব্য করেন বাট আমার কাছে ফী টা রিজন্যাবলই মনে হয়। আমার তো জাতীয় পরিচয় পত্র নাই তাই আম্মার টা দিয়া কাম চালাইছি! বোনাস হিসাবে একটা পেপাল একাউন্ট ও খুলেছি
যাই হোক নিচে পেওনারের সাথে গত কয়েক মাসের অভিজ্ঞতা টাইমলাইন আকারে দিলাম।
ওদের সাপোর্ট বেশ ফ্রেন্ডলি। বেশ ভালো সার্ভিস।
পেওনারের মাস্টারকার্ড আর ইউএস ব্যাংক একাউন্ট সার্ভিস দুইটাই ইউজ করছি।
পেওনারের জন্য সাইন আপ করতে পারেন নিচের যেকোন লিংক থেকে।
অ্যাফিলিয়েট লিংক! ( ) || নন-অ্যাফিলিয়েট লিংক (
)
↧
পেওনার অভিজ্ঞতা! (Experience With Payoneer)
↧