এটা আসলে প্রোগ্রামিং করা তেমন কিছু না বুঝে. Help file, sample, forum এসব থেকে দরকার মত code snippet কপি করে প্রোগ্রাম দাঁড় করিয়ে ফেলা. দরকারে কিছু modify করা. যদিও এটা কিভাবে কাজ করছে তা জানা হয়না.
http://en.wikipedia.org/wiki/Copy_and_paste_programming
আমি এখন এটা করছি. Android এর program/app বানানোর জন্য. Java language জানিনা, সত্যি বলতে কি, আমার অপছন্দের language এর তালিকায় এটা একটা. তো দেখছি আল্লাহর রহমতে ভালোই করছি এই Copy/Paste দিয়ে. যদিও android api গুলো তেমন একটা বুঝছি না, তবে কাজ হয়ে যাচ্ছে. আমি এটা অনেকটা শখের কারনে করছি, কমার্শিয়াল কোন চিন্তা নেই. এটা করার কারন হিসেবে আমার নিজস্ব যুক্তি আছে.
এ ব্যপারে আপনার মতামত বা যুক্তি বা pros/cons কি জানলে নিজেরটার সাথে মিলিয়ে দেখতে পারতাম. আর আপনি কি এটা করেন?
ধন্যবাদ.