বেন হেইনি, ১২ জুন ১৯৮৩ সালে আইভরিকোস্টের আবিদজানে জন্ম গ্রহনকারী বেলজিয়ান নাগরিক। তিনি multidisciplinary visual artist হিসেবে পরিচিত। সাংবাদিকতায় ডিগ্রিপ্রাপ্ত বেন হেইনি পড়াশুনা করেছেন Université libre de Bruxelles (Belgium), Institut des Hautes Etudes des Communications Sociales - IHECS (Belgium) এবং Utrecht University of Applied Sciences (Netherlands)-এ। তিনি তাঁর Pencil Vs Camera, Digital Circlism and Flesh and Acrylic সিরিজের জন্য সর্বাধিক পরিচিত। এখানে তাঁর Pencil Vs Camera সিরিজের কিছু ছবি শেয়ার করলাম।
↧