ইদানিং লক্ষ করা যাচ্ছে কিছু সদস্য অত্যাধিক ব্যক্তিগত আক্রমন, অপ্রাসঙ্গিক আলোচনা, উষ্কানিমূলক কথা ইত্যাদি বিষয়ক প্রজন্মের নিয়ম ভঙ্গ করছে। এখানে মনে রাখা প্রয়োজন যে প্রজন্মের নিয়ম সবার জন্য সমান। শাহবাগের আন্দোলনের সাথে এর (নিয়ম) কোন সম্পৃক্ততা নেই। বা এই কারণে কোন নিয়ম শিথিল বা কঠিন করা হবে না। যারা এসব নিয়ম ভাঙছেন তাদের অনেককেই ওয়ার্ণিং পাঠানো হয়েছে। যারা এই নোটিশ পাবার পর আবারও একই কাজ করবেন, তাদেরকে ওয়ার্ণিং পাঠানো হবে। এবং দ্বিতীয়বার একই নিয়ম ভঙ্গ করলে ব্যান করা হবে।
এখানে বলে রাখা প্রয়োজন:
১। বাংলাদেশ কোন ইসলামি রাষ্ট্র নয়। প্রজন্মও কোন ইসলামিক ফোরাম নয়। এখনে ইসলামের দোহাই দিয়ে অন্য কোন ধর্ম বা গোষ্ঠিকে কোন উষ্কানিমূলক কথা বললে তা ব্যক্তিগত আক্রমনের নিয়মের আওতায় পড়বে। অন্য ধর্মের বেলায়ও একই নিয়ম প্রয়োগ হবে।
২। "ল্যাঞ্জা", "ছাগু" এসব কোন আভিধানিক শব্দ নয়। এসব শব্দকে গালি হিসেবে ব্যবহার করলে ঐ পোস্টকে ব্যক্তিগত আক্রমন হিসেবে ধরা হবে।
ধন্যবাদ