ইতিমধ্যে সবাই হয়তো জেনেছেন খুব শিঘ্রয় ভন্ড পীর সাঈদীর রায় ঘোষোণা করা হবে।
এখন এই রায় নিয়ে রয়েছে আশংকা
* যদি রায় বিপ্লবীদের কাঙ্খিত রায় ফাঁসি না দেওয়া হয় তবে দেশজুড়ে বিক্ষোভ থেকে শুরু করে একটা বিপ্লবের জুয়ার বয়ে যাবে।
* আর যদি ফাঁসি দেওয়া হয় তবে কোন-ঠাসা জামাত শিবির দেশজুড়ে নৈরাজ্যের স্ষ্টি করবে। কারন তদের ব্রেনের শেলে " মরলে শহীদ বাঁচলে গাজি " নামক সফটওয়্যার ইনেস্টল করা আছে যা কোনভাবেই ফরম্যাট বা ডিলিট করা সম্ভব না।
( আমার বেশ কিছু বন্ধু শিবির করায় ,আমার শহড়ের শিবিরদের গোপন আস্থানাগুলো আমি চিনি তো আজকে ভোড়ে হাটতে বের হয়ে দেখি দলে দলে জামাত শিবিরের নেতারা মোটর সাইকেল , গাড়ি নিয়ে সেখানে জড়ো হচ্ছে তা থেকে বেশ বুঝা যাচ্ছে কি হতে যাচ্ছে । )
এক কথায় দেশজুড়ে একটা থম থমে অবস্থা বিরাজ করবে। যা যেমন প্রভাব ফেলবে সাধারন মানুসদের জীবন যাত্রায় আবার ঠিক তেমন প্রভাব ফেলবে রাজনৈতিক মহলে।
আপনার মতামত কি ?