Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ISPROS ইউজারদের দৃষ্টি আকর্ষণ করছি

$
0
0

প্রিয় ফোরামিকগণ,
সদ্য ISPROS সংযোগ নিলাম, 512Kbps সংযোগ নিয়েছি ১০০০ টাকা মাসিক খরচে (যদিও স্পিড পাই 640Kbps এর মত, জানিনা এটা আগামীতে থাকবে কিনা), এখন আমি মূলত হেভি ডাউনলোড পছন্দ করি, গেমস, মুভি, ডকুমেন্টারি এগুলোই থাকে আমার ডাউনলোডের তালিকায়...এখন BDJunkie p2p ছাড়া ISPROS ইউজারদের জন্য আর কি কি ডাউনলোড অপশন আছে?
মানে FTP, torrent, direct download এজাতীয় কি কি সার্ভার রয়েছে? (BDIX মেম্বার ISP থেকে কোন ঝামেলা ছাড়া ডাউনলোড করা যায় এমন সার্ভার থাকলেও জানাতে পারেন)। আমি naturalBD নামে একটা সাইট পেয়েছি যেটাতে ঝামেলা ছাড়া ডাইরেক্ট ডাউনলোড হয় (সকল BDIX মেম্বার ISP এর জন্য), torrentBD তেও একাউন্ট আছে, কিন্তু এখান থেকে এখনো পর্যন্ত কোন টরেন্ট ডাউনলোড করতে পারিনি, পিয়ার কানেক্টই হয়না!! পরে জানতে পারলাম ISPROS এ নাকি কিসব ঝামেলা করে torrentBD তে, এই ব্যাপারটা কেউ একটু খোলাসা করে দিবেন? বা কিভাবে আমি torrentbd থেকে ডাউনলোড করতে পারবো জানাবেন।
DC++ শেয়ারিংয়ের ব্যাপারেও জেনেছি  banglagamer ফোরাম থেকে, কিন্তু বর্তমানে এদের সব হাবই  (যেগুলো লিংক ঐ ফোরামে পেয়েছি) অফলাইন  sad   24/7 অনলাইনে থাকে ও বর্তমানে সক্রিয় পাওয়া যায় এমন কোন হাবের ঠিকানা কারো জানা থাকলে সেটাও শেয়ার করতে পারেন।
আমি জানি এই ফোরামে নতুন/পুরাতন অনেক ISPROS ইউজার রয়েছেন, আশাকরি তারা কেউ আমাকে তথ্যগুলো জানিয়ে সাহায্য করবেন  smile

পরিশেষে একটা জিজ্ঞাসা- আমি চাই ISPROS আর্চলিনাক্সের মিরর হোক, এই ব্যাপারে কিভাবে আমি ISPROS এর সাথে যোগাযোগ করতে পারি? বা আমার অনুরোধ কিভাবে ISPROS কে জানাতে পারি?


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>