যা বলার শিরোনামেই বলে দিয়েছি। আমার এখানে জিপি ছাড়া অন্য কোন অপারেটরের ইন্টারনেট সার্ভিস ভাল ছিল না। গত কয়েকদিন আগে টেলিটক এর টাওয়ার উদ্বোধন হয়েছে। ভাবলাম একটা সীম কিনে টেষ্ট করি। সেই হেতু গতকাল ১৫০ টাকা দিয়ে একটা সীম কিনেছি। ১০ মেগাবাইট ডাটা ফ্রি ছিল। ইউজ করে দেখলাম প্রায় জিপির মতই স্পীড।
টেলিটকের কোন প্যাকেজটা নিলে সাশ্রয়ী হবে ? ফোরামে যারা টেলিটক ইন্টারনেট ইউজার আছেন তারা সেই পরামর্শ দিবেন আশাকরছি।
বলাবাহুল্য আমার টেলিটক সীম "একুশ"। ও্ হ্যা একুশ থ্রিজি নামে আরেকটা প্যাকেজ আছে সেটা নয় আমারটা শুধুই "একুশ"