******
# খুব খারাপ লাগে ঠিক তখন , যখন ষাট বছরের বৃদ্ধ রিক্সা চালকের গালে সশব্দে চড় বসিয়ে দেই টাই বাঁধা কোন গাড়িআলা দাম্ভিক ভদ্রলোক।মনে হয় আমার বুকে কেউ সজোড়ে খঞ্জর বসিয়ে দিল ,
কিন্তু আমি অসাহায়ের মতো শুধু নির্বাক দেখা ছারা আর কিছুই করতে পারি না।
# খারাপ লাগে ভাবতে যখন জামে আটকে থাকা পথে, বকুল ফুলের মালা হাতে ছুটে আসা মেয়েটিকে দেখে , এক সময় যে কোন এক অন্ধকার ঘরের অন্ধকার জীবনে হারিয়ে যাবে । মৃত্যু হবে আরো একটি সুন্দর প্রাণোচঞ্চল জীবনের।
কিন্তু আমার কিছুই করার নেই।
# খারাপ লাগে দেখতে হাড় কাপানো শীতে, খালি গায়ে আগুন পোহাতে বসা সেই ছেলেটিকে দেখে ।কই আমিতো তাকে একটা চাদর কিনে দেইনি। কখনো ১০০ টাকা খরচ করে তাদেরকে কাছে টেনে বসিয়ে
খাওয়াই নি।
# খারাপ লাগে অসাহায় মেঘের কথা ভাবলে, কি নির্বাক চাহনি , হয়তো এক সময় বাবা-মা হারানোর শোক ভুলেও যাবে কিন্তু সেই আদর, সেই স্নেহ, কি পারবে ভুলতে ?
সেই ছোট ছোট আবদার কার কাছে করবে ?
মা বাবা যা পারে সন্তানের জন্য সবাই কি তা পারে দিতে , কেউ কি পারবে দিতে সে হারানো জীবনের আনন্দ ?
আমি গত দুই ঈদে মেঘের কথা মনে করে অনেক কষ্ট পেয়েছি , কিভাবে কেটেছে তার ঈদ ?
সাগর ভাইয়া আর রুনি আপু বেঁচে থাকতে ঈদের দিন অনেক রান্না করত , আদর করে জামা কাপড় পড়িয়ে দিত সাগর ভাইয়ার সাথে ঈদগাহতে নামাজ পড়তে যেত কিন্তু তার কিছুই পায় নি ।
অথচ তার খুনিরা আজো অবাধে ঘুরে বেরাচ্ছে কিন্তু আমরা কিছুই করতে পারছি না ।
আমিই বা কি করেছি শুধু নিউজে দেখা ছারা।
# খারাপ লেগেছিল ঠিক তখন , যখন রামুতে দুবৃত্তরা হামলা করেছিল , ভেঙ্গেছিল অবাধে অনেক মূর্তি ,ভাস্কার্জ আমি তখন কিইবা করেছিলাম, কিছুই তো না ।
**********
# হুমায়ুন আজাদ স্যার .............................. যখন মারা গেলেন , রটনা করা হলো তিনি নাস্তিক
# আজম খান .............................. যখন মারা গেলেন,রটনা করা হলো তিনি গাজাখোর, নাস্তিক
# হুমায়ুন ফরিদী ................................. যখন মারা গেলেন,রটনা করা হলো তিনি নাস্তিক
# হুমায়ুন আহমেদ স্যার .............................. যখন মারা গেলেন,রটনা করা হলো তিনি নাস্তিক
আজ
# জাফর ইকবাল স্যার .............................. ফেসবুক সহ সর্বত্র,রটনা করা হচ্ছে তিনি নাকি নাস্তিক
নাস্তিকতা বা আস্তিকতা কি এই যুক্তি তর্ক করতে আসি নি , এ গুলোর জন্য অনেক অভিজ্ঞ ব্যাক্তিবর্গ আছেন আমি মূর্খ কি বলব।তবে যতটুকু বুঝি ঈশ্বরকে বিশ্বাস না করাই হচ্ছে নাস্তিকতার পরিচয়।
তবে কোথায় যেন পড়েছিলাম, মূর্খ মানুস মনে পরছে না
# মানব ধর্ম আসল ধর্ম।
#স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ।
# হে মানব সম্প্রদায় তোমরা জ্ঞান আহরন কর
# পড় তোমার প্রভুর নামে।
আরো অনেক কিছু যাই হোক আমি কোন তর্ক করতে আসি নি ।
আমি তাদের অনেক লেখাই পড়েছি ,দেখেছি জীবন যাপন তারা হয়তো টূপি মাথায় দিয়ে ঘুরে বেরান নি হয়তো এমন অনেক কিছুই করেন নি যা ধর্মে বলা হয়েছে কিন্তু আবার এমন অনেক কিছুই করেছেন যা ধর্মে বলা হয়েছে ।তাদের লেখায় হয়তো ধর্মের কথা কম উঠেছে কিন্তু একেবারেই যে উঠে নি তাওতো নয়।
তারা দেশ এবং দেশের মানুসের জন্য করেছেন অনেক, দিয়েছেন অনেক কিছু ।
বিনিময়ে আমরা তাদের একটু সম্মান করতেই পারি, আর যদি সম্মান নাও করি অন্ততঃ অসম্মান করা মোটেই উচিৎ নয়।সবার যে সবাইকে ভালো লাগতে হবে এমন কোন কথা নেই তাই বলে তাকে অসম্মান করা তো ঠিক না।
রবীন্দ্রনাথ যখন মারা গেলেন তখন তাকে নিয়েও অনেকে অনেক কথা বলেছেন তাতে কি হয়েছে ?
কথা রটনা করা হয়েছে লালনকে নিয়ে তাতে কি হয়েছে ?
বাউল সম্রাট আব্দুল করিমকে নিয়েও রটনা করা হয়েছিল অনেক কথা এমন কি তাকে একঘরা করেও রাখা হয়েছিল অনেক দিন ,তাতে কিইবা হয়েছে ?
তারা আজ সবাই মহান, অসংখ্য মানুসের ভালোবাসায় সিক্ত।
মানুসকে কাছে টানতে শিখেন ,সম্মান ,শ্রদ্ধা, ভালোবাসতে শিখেন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে।
পৃথিবী আর পৃথিবীর মানুসগুলোকে ভালোলাগবে ,পৃথিবীতে আরো বাঁচতে ইচ্ছা হবে ,নইলে দেখবেন সবকিছু একদিন কোথায় হারিয়ে গেছে।