প্রথমেই অভিনন্দন প্রজন্ম ফোরামের প্রথম সম্মাননার ট্রিপল সেঞ্চুরিয়ান invarbrass ওরফে ব্রাশু ভাইকে আর বর্তমানের সর্বোচ্চ সম্মাননার অধিকারী শামীম ভাইকেও একি সাথে অভিনন্দন । এবং সর্বশেষ সম্মাননার ট্রিপল সেঞ্চুরিয়ান ক্লাবের সদস্য হলেন @শান্ত বালক ও @মেহেদী৮৩ । এনাদের কেউ প্রাণঢালা অভিনন্দন।
এই সম্মাননার ট্রিপল সেঞ্চুরিয়ানরা প্রজন্ম ফোরাম কে আলোকিত করে রেখেছে তাই ফোরামের সকলের পক্ষ হতে তাদের কে একেক জনকে একটি করে ই-কেক দেওয়া হলো।