Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

জেরী কাহন...৩

$
0
0

দুইটা কার্টুন চ্যানেল বন্ধ করাতে আমার জন্য খুবই অসুবিধা হইছে..........
বন্দি জীবনে গাড়ি টাড়ি দিয়া আর কত খেলবে । খেলার ফাকে ফাকে দুইভাই কার্টুন দেখতো । তাহলে আমার শ্বাশুড়ী আর দেবরের বউ একটু অবসর পেতো.....
এখন কার্টুন নাই দুই ভাই সারাদিন টম+জেরীর মত ঝগড়া ঝাড়ি মারামারিতে লিপ্ত থাকে । আর ওদের ঝগড়া ভাংগাইতে ভাংগাইতে ওদের কাজ শেষ । বাসায় গেলেই শুনতে হয় অভিযোগ.... angry angry..... আহারে সারাদিন অফিস করে বাসায় যাইয়া কি করুম ..... মাঝে মাঝে টমকে শাশাই........ কিন্ত ফল ভাল হয় না যেই সেই.........

১।
তো রাগের চোটে আমি বলি
-সরকার যে কেন কার্টুনের চ্যানেল বন্ধ করলো যত্তসব আজাইর্যা...

জেরী- মা, বুঝনা বাচ্চারা হিন্দি শিখে ফেলে যে তাই বন্ধ করে দিছে

-কে বলল তোকে এসব কথা......

জেরী-আমি বুঝি মা, ভালই করছে বন্ধ করে । তবে শুন মা, যে হিন্দিগুলো শিখে ফেলেছি সেগুলো জীবনেও ভুলবা না কিন্তু । তখন সরকার কি করবে বল? .... হিন্দি তো শিখেই ফেলছি হি হি হি ।

-তোর সাথে আমি পারুম না রে বাপ.....

২। একটু আগে ফোন করি বাসায় শুনি কি বাসায় কারেন্ট নাই সকাল থেকে ।
জেরী বলে মা শুন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এবং সরকারকে মারতে হবে তা না হলে কারেন্টের সমস্যার সমাধান হবে না।
আমি বাহ ভালই তো তাইলে চল বাবা আন্দোলন শুরু করি । ফোনেই আমি বলি রক্তের বন্যায় ও বলে ভেসে যাবে অন্যায়
আমি বলি জ্বাল জ্বাল আগুন জ্বাল ও বলে সরকারের আগুন জ্বালামো । কই যে যাই চারিদিকে খালি সমস্যাই সমস্যা...... কার্টুন নাই সে ল্যাপটপ চালাতে গিয়ে কারেন্টের জন্য পারছে না ..........

৩। কয়েকদিন আগে
ডাক্তারখানায় জেরী
.. . . . . . . . . . . . . . . .
চেম্বারে গিয়ে বসতেই
মা-এখানে প্লাস্টিকের চেয়ার দিলো কেন
-তো, কি হইছে
-বাচ্ছারা এসে চেয়ার নাড়াচাড়া করবে, মাথায় তোলে আছাড় দিয়া ভাইঙ্গা ফালাইব,
-কি চেয়ার দিলে ভাল হতো
-শক্ত চেয়ার দিলে ভাল হইত
তারপর আবিষ্কার শুরু
মা-দেখ ভেন্টিলেটার ভাঙ্গা
-আর কি?
-দরজার ছিটকিরি নাই
-আর
-দরজায় স্টিকার লাগানোতে দরজা বিশ্রি দেখা যায়।
-আর
-সুইচ বোর্ডে একটা স্ক্রু নাই।
হইছে বাপ আর কইতে হইব না।
এক পর্যায়ে সিরিয়াল নিয়া ঝগড়া লাগছে অন্য রোগীদের মাঝে। আমার হাত থেকে মোবাইল নিয়ে ভিডিও করে ফেলল ঝটপট।
যতক্ষন ছিলাম বকর বকর করে আমার মাথা নষ্ট করে ফেলেছে। এমনকি বেটা ডাক্তারের সাথেও শুরু করছে, ডাক্তার বলছে বাবু তুমি ডাল দিয়ে ভাত খাইও
-আমি ডাল খাই না
ডাক্তার বলে কয়দিন খেলাধুলা কম করবা।
কুল থেকে নেমে নবিতার মত মাথা নিচু করে বের হয়ে আসলো। ডাক্তারও হাসল আমাদের সাথে।

আবার শনিবারে নিয়া যাই ডাক্তারের কাছে......
ডাক্তার বুক এক্সরে দিছে.........
ও বলতেছে মা, কিভাবে কি করবে কেন করবে হাজারো প্রশ্ন
আমি বললাম বাবা,,,,,,,,,, তেমন কিছু করবে না । তোমাকে একটু ঘুম পাড়িয়ে শুধু একটা ছবি নিবে
জেরী বলে-আচ্ছা ঘুমিয়ে কি আমি স্বপ্ন দেখতে পারব
আমি বললাম এত অল্প সময়ে কিভাবে স্বপ্ন দেখবা
তো একটু পরে এক্সরে  রুমে নিয়ে গিয়ে ও শুয়াইয়া এক্সরে করল

বের হয়েই  আমার ভুল ধরল । বলতেছে মা তুমি খালি ভুল কর । তুমি বলছ ঘুম পাড়াবে । কই ঘুম তো পাড়াইল না
আমি বললাম পাড়াইছে তো ।
না মা ঘুম পাড়ায় নাই শুয়াইছে শুধু । আর শোন ঘুম আর শোয়া কিন্তু এক জিনিস না ।
আমি বললাম একদম ঠিক কথা বলেছ বাপধন
আমার ভুল হইছে
ঠিকাছে আর ভুল করবা না

আসলেই অই ব্যাটার কথার সাথে আমি পারি না

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-snc6/704372_560296653998088_1295255662_o.jpg

জেরী গান গায়...........সিস্টেম করছে আসলে গায় না বলে কি মা ধর আমি গান গাইতাছি আর তুমি ছবি তুলতেছ


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>