Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

প্রজেক্ট ৩৬৫

$
0
0

আমি আর হাসিন ভাই নিজেদের ফটোগ্রাফি'র চর্চাকে একটু গতি দিতে একটা প্রজেক্ট শুরু করেছি যার নাম 'প্রজেক্ট ৩৬৫'। এটার উদ্দেশ্য হল প্রতিদিন কমপক্ষে একটি ফটো তোলা এবং পাবলিশ করা।

বিভিন্ন কারণে হয়তো প্রতিদিন পাবলিশ করা যাবে না কিন্তু তোলাটা একরকম অবশ্য কর্তব্য। অর্থ্যাৎ ছবি তুলে রেখে দিতে হবে এবং কম্পিউটার ও ইন্টারনেট পাওয়া মাত্র তা পাবলিশ করতে হবে।

এটার যন্ত্রণা অনেক। যেমন আজকে বের হইনি। এখন ঘরের ভেতরের জিনিসই তুলতে হবে sad

ছবির কোয়ালিটি নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। যেরকমই হোক তুলব আর পাবলিশ করব। এটা জাস্ট আমাদেরকে একটু ফোর্স করবে। আমার জন্য তোলাটা অনেক সহজ হলেও, এটাকে কম্পিউটারে নিয়ে প্রসেস করাটা একটা বিরক্তিকর কাজ। তবুও দেখি কতদিন পারি; কতটা পারি। অন্য কেউ চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন।

আমি ফ্লিকারে আপলোড করব আর চেষ্টা করব এ টপিকে সেটা পোস্ট করতে।

আজকের ছবি দিয়েই শুরু করি।

1/365
http://farm3.static.flickr.com/2491/5823889840_0ab52d30e6.jpg
1/365 by The HungryCoder, on Flickr

যেহেতু ঘরেই বসে আছি, তাই আর কি করা, আমার কম্পিউটার টেবিলটার ছবি দিয়েই শুরু করলাম smile

আপনাদের সমালোচনা, মতামত, টিপস ইত্যাদির অপেক্ষায় রইলাম।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>