সম্প্রতি স্ত্রীর কাছ থেকে একটি রিমোট কন্ট্রোলড খেলনা হেলিকপ্টার গিফট পেয়েছি উপরে নিচে করতে সমস্যা হয় না। মেইন রোটরের স্পীড বাড়িয়ে-কমিয়ে সহজেই তা করা যায়। সমস্যা হয় টিউনিং এ। টিউনিং না করলে রোটরের নিচের মূল অংশটি পাই-পাই করে ঘুরতে থাকে। টিউনিং ঠিক করে মূল কাঠামোকে শূণ্যে স্টেবল করতে পারলে আরেকটি কন্ট্রোল দিয়ে টেইল-রোটরকে ঘুরিয়ে কপ্টারকে সামনে-পিছে করা যায়। কিন্তু বামে-ডানে করতে পারি নাই এখনো। কন্ট্রোল রেসপন্স করে না। খোলা মাঠে উড়িয়ে এ জিনিসটা একবার ট্রাই করতে হবে।
↧
আমার RC হেলিকপ্টার
↧