Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

আমি Northern University, Bangladesh (NUB) এর ছাত্র

$
0
0

আগেই বলে রাখি, আমি Northern University, Bangladesh (NUB) এর ছাত্র। এটা আগে জামায়াত অথবা শিবির এর অঙ্গপ্রতিষ্ঠান ছিল কিনা আমি জানিনা। কিন্তু যখন থেকে আমি এই ভার্সিটিতে অধ্যায়ন করছি তখন থেকে আমি কখনই শিবিরের কার্যক্রম লক্ষ করিনি। সবার জ্ঞাতার্থের জন্য আর ভালভাবে জানাতে চাই, এই ভার্সিটিতে আমি কাউকে কখন প্রকাশ্যে রাজনীতি করতে দেখিনি। আর সেটা লিগ-দল-জামাত-শিবির কোনটিই না ।

এখন আমাদের ভার্সিটির বর্তমান চেয়ারম্যান এবং স্বত্বাধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA এর অধ্যাপক ডঃ আবু  ইউসুফ মোঃ আব্দুল্লাহ, যিনি নিজেই মুক্তিযুদ্ধের স্বপক্ষে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।
আমাদের ভাইস চ্যান্সেলর ডঃ এম শামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA এর প্রাক্তন অধ্যাপক ও পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি একজন স্বনামধন্য প্রগতিশীল বুদ্ধিজীবী।

এবং আমি আর জানাতে চাই যে,
“আমাদের ভার্সিটি জামায়াত এর প্রতিষ্ঠান” - এইটা সম্পূর্ণ বানোয়াট একটা কথা।
“আমাদের ভার্সিটি জামায়াত এর প্রতিষ্ঠান”- এইটা সম্পূর্ণ বানোয়াট একটা কথা।

এখানে অনেকেই পড়ালেখা করে, যাদের পরিবার আওয়ামীলীগ অথবা বিএনপি-র শক্তিশালী সমর্থক। আর যদি আমাদের ভার্সিটি জামায়াত এর প্রতিষ্ঠান হতো তাহলে তাদের পরিবার এখানে তাদের ভর্তি করত না। আর তাছাড়া আমাকেও কখন আমার ভার্সিটির কেউ জামায়াত-শিবির এর বেপারে আগ্রহ দেখায়নি বা আমাকে আমন্ত্রণও করেনি।



এখন ধরেন আমি মানলাম এইটা শিবির এর একটি প্রতিষ্ঠান । আমার প্রশ্ন সবার কাছে ।।

প্রশ্ন ১."এখানে যে প্রায় আনুমানিক ১০,০০০ ছাত্র ছাত্রী আছে, তারা সবাই কি শিবির এর কর্মী?"

প্রশ্ন ২.“প্রত্যাখ্যান এর পর এখানে অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের পরবর্তী অবস্থা কি হতে পারে যাদের মধ্যে অনেকেই মধ্যবিত্ত ঘরের? এবং তার জন্য আপনি এবং এই দেশ কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন?”

প্রশ্ন ৩. “এখানে তো অনেকেই অনেক কম খরচে পড়ালেখা করছে, এমনও আছে যারা মেধার জোরে ১০০% বৃত্তি পেয়ে পড়ালেখা করছে। হয়ত তারা কোথাও কোন পাবলিক ভার্সিটিতে chance পায়নি। অথবা অঢেল টাকা দিয়ে NSU তে ভর্তি হতে পারেনি। আমার প্রশ্ন, আপনি কি তাহলে এই ছাত্র-ছাত্রীদের পড়া-লেখার ব্যয়-ভার গ্রহন করবেন?”

আর হ্যাঁ, বিভিন্ন ফেসবুক পেজ এর এডমিন যেই হোক, হোক সে ইসলাম ধর্মের অথবা অন্য ধর্মের অথবা নাস্তিক কোন ব্যক্তি, তার জ্ঞাতার্থে জানাতে চাই, এখানে নামাজের জন্য সুব্যবস্থা আছে এবং নামাজের জন্য তাগিদ ও দেওয়া হয়। আর এই বৈশিষ্ট্য যদি কোন রাজাকারের বৈশিষ্ট্য হয়ে থাকে তাহলে একজন মুসলমান অধ্যুষিত দেশের নাগরিক হিসেবে আমার কিছু বলার নাই।

আমার mid term পরীক্ষা চলছে, কিন্তু কিছু পোস্ট আমাকে পড়ালেখা বাদ দিয়ে এই বিষয়ে লেখার জন্য বাধ্য করল।
বিভিন্ন ফেসবুক পেজ অথবা ব্লগ এর এডমিন এর প্রতি আমার অনুরোধ, কোনকিছু লেখার আগে একটু ভেবে-চিন্তে লিখবেন। কারন আমি বিশ্বাস করি আপনি শিক্ষিত ব্যাক্তি এবং আপনি যে একজন ফেসবুক পেজ এর এডমিন, আপনার অবশ্যই নিজস্ব বুদ্ধি-বিবেক আছে। আপনার কোন কাজ দ্বারা নিষ্পাপ মানুষের ক্ষতি হোক, এটা আমার-আমাদের আশাকরি আপনারও কাম্য নয়।

ধন্যবাদ,
সবার দোয়া কামনা করছি।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>