Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

লেখা চোরদের ব্যাপারে সাহাজ্য প্রয়োজন

$
0
0

আমাদের ভার্চুয়াল জগতে অনেক লেখক চোর ছরিয়ে ছিটিয়ে আছেন তারা অন্যের লেখা নিজের বলে দিব্যি চালিয়ে দিচ্ছেন ।
উদাহারন স্বরুপ প্রজন্মে পোষ্টকৃত রহিমার রহস্যময় বিয়ে গল্পটা সম্পূর্ণ ভাবে আমাদের তিন বন্ধুর লেখা যা আজ সর্বত্র ছরা ছরি যার কোনটাই আমাদের না তার পরেও এদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে গল্পটা সর্বজনীন করে দিয়েছিলাম।
কিন্তু গতকাল আবার আর একটি গল্প শেয়ার করেছি হঠাৎ একদিন সকালে  
এইটাও নাকি ফেসবুকে ছরা ছরি ।কি ভাবে ছরালো, কারা ছরালো জানি না ।
আমি এর আগে কোন ব্লগ বা ফোরামে লেখা লেখি করি নি আর যেহেতু সুমন লেখেছে আর কিমনের সাথে যোগা যোগ করতে পারি নি এই দুই জন বাদে অন্যরা যারা আমাদের লেখাকে নিজের লেখা বলে চালাচ্ছে তাদের কিভাবে প্রতিরোধ করব ?
এদের জন্য কি শাস্তি প্রযোজ্য ?
জানালে খুব উপকৃত হব।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles