সেরা অভিনেত্রী নির্বাচন আসলেই চমক ছিল। "জিরো ডার্ক থার্টি" এর Jessica Chastain পাবে বলে এতো দিন বিভিন্ন বোদ্ধারা বলছিল (দুটি মুভির কোনটাই দেখি নাই তাই আমি কিছু বলতে পারছি না)। কিন্তু সেরা অ্যানিমেটেড ফিচার: ব্রেভ কিভাবে হলো তা মাথায় ঢুকল না
. সেরা চলচ্চিত্র: আরগো
. সেরা অভিনেতা: ডেনিয়েল ডে লুইস (লিংকন)
. সেরা অভিনেত্রী: জেনিফার লরেন্স (সিলভার লাইনিং প্লেবুক)
. সেরা পার্শ্ব অভিনেতা: ক্রিস্টোফার ওয়াল্টজ (জ্যাংগো আনচেইনড)
. সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যান হ্যাথওয়ে (লে মিজারেবল)
. সেরা পরিচালক: অ্যাং লি (লাইফ অব পাই)
. সেরা বিদেশি চলচ্চিত্র: আমুর (অস্ট্রিয়া)
. সেরা অ্যাডপটেড স্ক্রিনপ্লে: আরগো- ক্রিস টেরিও
. সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে: জ্যাঙ্গো আনচেইনড, কুয়েনটিন টারানটিনো
. সেরা অ্যানিমেটেড ফিচার: ব্রেভ
. সেরা প্রোডাকশন ডিজাইনিং: রিক কারটের ও জিম এরিকসন (লিংকন)
. সেরা সিনেমাটোগ্রাফি: লাইফ অব পাই
. সেরা সাইন্ড মিক্সিং: লে মিজারেবল
. সেরা শব্দ সম্পাদনা: স্কাইফল “জিরো ডার্ক থার্টি”
. সেরা অরিজানাল স্কোর: মাইকেল ড্যানা (লাইফ-অফ-পাই)
. সেরা অরিজিনাল গান: `স্কাইফল`(স্কাইফল)
. সেরা কস্টিউম ডিজাইন: ব্রিটন জ্যাকুলিন ডুরান (আন্না করেনিনা)
. সেরা তথ্যচিত্র (ফিচার): স্ন্যাচিং ফর সুগার ম্যান
. সেরা তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট): ইনোসেন্ট
. সেরা লাইভ অ্যাকসন শর্ট ফ্লিম: কারফিউ
. সেরা অ্যানিমেটেড শর্ট ফ্লিম: পেপারম্যান
. সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: লে মিজারেবল
. সেরা ফ্লিম এডিটিং: আরগো
. সেরা ভিজুয়াল এফেক্টস: লাইফ অব পাই