একবার খবরে এসেছিলো সরকার বিভিন্ন পর্নো সাইট বন্ধের উদ্যোগ নিয়েছে আসামাজিক কার্যকলাপ বন্ধের জন্যে কিন্তু আজ অবধি একটি পর্নো সাইটও বন্ধ করতে পারলো না। কিছুদিন আগে অনলাইন নিউজ সাইটে পড়েছিলাম ১৬ বছরের এক কিশোর পর্ণো সাইট দেখে উত্তেজিত হয়ে এক শিশু কন্যাকে অত্যন্ত মর্মান্তিকভাবে ধর্ষণ করেছে। কিশোরটি বলে সে যা কিছু পর্নো ছবিতে দেখেছে সেটাই করেছে মেয়েটির সাথে। এতেই বুঝা যায় সমাজে ধর্ষনের মাত্রা বেড়ে যাওয়ার অন্যতম কারন পর্নো ছবির সহজলোভ্যতা। ইন্টারনেটের কারনে এখন যে কেউ এইসব কুরুচিপূর্ন বাজে জিনিসের ভিডিও দেখতে পারে। ইন্টারনেট থেকে এইসব ভিডিও ডাউনলোড করে তা ভিসিডি আকারে ছড়িয়ে দেয়া হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
অশ্লীল পর্নো সাইটগুলো বন্ধ করা কি খুব কঠিন কাজ? শক্তিশালী ফিল্টারিং ব্যাবস্থা থাকলেতো যেকোন অশ্লীল পর্নো সাইট ব্লক করা যায়। তাহলে কেন সরকার বা বিটিআরসি এই পদক্ষেপ নিচ্ছে না? হয়তো সব অশ্লীল সাইট বন্ধ করা সম্ভব না কিন্তু প্রাথমিক পদক্ষেপ হিসেবে কি কয়েকশ বাজে সাইট বন্ধ করা যায় না? এটাকে চলমান প্রক্রিয়া হিসেবে নিলেইতো হয়।