Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

অনুকাব্যের টপিক.........

$
0
0

আসুন সবাই মিলে অনুকাব্য লিখি............যে কোন বিষয়ে অনুকাব্যে এবং যখন যা মনে আসে এই টপিকে শেয়ার করি । অনুকাব্য ভাল লাগলে সম্মাননা মাষ্ট না অবশ্যই । তো আমি শুরু করলাম আগে । আমি অবশ্য ফোরামিকদের নিয়া শুরু করছি...........ফোরামিকদের নিয়েও লিখতে পারেন অথবা যা মনে আসে তাই দিয়ে লিখবেন । আশাকরি সবাই এই টপিকে আমাকে সাড়া দিবেন ।

১। আমার কথা........... smile
এই মেঘ এই রোদ্দুর
দু:খ আমার এক সমুদ্দুর
এই হাসি এই কান্না
চোখে ঝরে হিরা-মতি-পান্না ।

২। জেমস বন্ড...........http://blaise.us/emots/alucard.gif
জেমস বন্ড নামটি তার
নাম ধরেছেন ছদ্ম
এলোমেলো জীবন বলে
কবিতা করেন না পছন্দ ।

৩। মুন ...........http://blaise.us/emots/hippi.gif
চোখের মনি সবার প্রিয়
আমাদের আপু মুন
মন্তব্যেতে ঢালেন যেন
কেজি কেজি নুন ।

(নুন ছাড়া কিন্তু কোন কিছুই স্বাদ হয় না)

৪। সাইদুল.....http://blaise.us/emots/goku-s.gif
ভাইটি আমাদের সাইদুল
ফোরামেতে ছিল বেশী সক্রিয়
এক ঘেয়েমীতে পাইছে তারে
তাইতো থাকে সে এখন মোটামুটি নিষ্ক্রিয় ।

৫। ইলিয়াস ,................... http://blaise.us/emots/barret.gif
সবোর্চ্চ পোষ্টের অধিকারী
ভাইজান ইলিয়াস
তার নাকি পছন্দ
পদ্মার বড় বড় ইলিশ মাছ ।

৬। মনিরুল_হাসান ও আকাশছোঁয়া.............http://blaise.us/emots/spor.gif
অনুকাব্যের রাজা হচ্ছেন
আকাশছোঁয়া আর মনিরুল ভাই
তাদের কাছেও এই টপিকে
মজার মজার অনুকাব্য চাই ।

৭। নাদিয়া..........http://blaise.us/emots/tifa.gif
ছড়ার রানী মিষ্টি আপু
ফোরামিক নাদিয়া
এই টপিকে না লিখলে
দিবো কিন্তু কাদিয়া । crying


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>