শখ আছে একটা এন্ড্রয়েড ফোন নেবার; মাস খানেকের মধ্যে। প্রথমে Symphony W20'র দাম+সুবিধাদি দেখে কিনতে ইচ্ছে হল। কিন্তু সেটটা হাতে নিয়ে আর ভাল লাগল না। তার উপর আবার 3G+GPS নাই। রুট করার উপায় বের হয় না। আপডেট করা যাচ্ছে না। ড্রাইভার নাই। খালি নাই আর নাই। বাজেট কিছুটা বাড়ানো হল। পছন্দ হল Walton Primo। যেসব বিবেচনায় এটি পছন্দ করেছি তা হলঃ-
১) এর জিঞ্জারব্রেডকে অফিসিয়ালি আইসক্রিম স্যান্ডউইচে (বাগবিহীন) আপডেট করা যাচ্ছে।
২) ডিসপ্লে 320x480। যা আমার চলে যাবে।
৩) ডুয়েল সিম সাপোর্ট।
৪) 3G সাপোর্ট। (ভিডিও কল দরকার নাই। ভিডিও কলের জন্য ভাল কোন সফট ইউজ করব।)
৫) GPS সাপোর্ট। যা বেশ গুরুত্বপূর্ণ একটি ফিচার।
৬) প্রসেসর 1GHz। যা আমার চলে যাবে।
৭) রম ৫১২ মেগাবাইট, র্যাম ৫১২ মেগাবাইট। এটাও আমার হয়ে যাবে। (রুট করে link2sd ব্যবহার করব।)
৮) আলাদা GPU। (GPU আর ৫১২ র্যাম একসাথে কাজ করলে আশাকরি হ্যাংট্যাং করবে না।)
৯) WiFi (হটস্পট)। এটাও প্রায়ই বেশ কাজের ফিচার।
১০) 1420 mAh ব্যাটারি। হয়ে যাবে।
১১) 2MP ক্যামেরা। এটা খুব একটা ব্যবহার করা হবে না।
১২) ৪টা সেন্সর।
১৩) ব্লুটুথ ভার্সন ৪।
যে ব্যাপারগুলোর দিকে বেশি নজর দিচ্ছি তা হল, ৭৫০০ টাকায় (৭২০০ টাকায় কিনতে পারব) আইসক্রিম স্যান্ডউইচ চালিত সেট পেয়ে যাচ্ছি + রুট করা যাবে + ড্রাইভার পাওয়া যাবে। বাজেট আর বাড়ানো যাচ্ছে না। খুব প্রয়োজন হলে আর ৫০০ টাকা বাড়াবো। ৭৫০০ টাকায় এর থেকে সুবিধা সম্পন্ন আর কোন সেট আমার জানা মতে নাই। প্রিমোর নতুন সেটগুলো ভাল। কিন্তু দাম বাজেটের বাইরে + আকারে একটু বড় বড় লাগে।
সেট দিয়ে কথা বলার পাশাপাশি যথেষ্ট ইন্টারনেট ব্যবহার করা হবে। মুটামুটি গেমস খেলা হবে। মাঝেমধ্যে হালকা পাতলা মুভি দেখা হবে।
সিদ্ধান্ত কি ভুল হচ্ছে?
উল্লেখ্য আগামী ১ মাসের মধ্যে কেনার ইচ্ছা পোষণ করি।
গুছিয়ে লেখার অভ্যাস আমার কোনকালেই ছিল না। এর জন্য দুঃখিত!