অনেক দিন এই ফোরামে গেইমের আলোচোনা হয়া না তাই এই টপিকটি।
আমি বর্তমানে কোন গেম খেলছিনা...তবে ভাবছি Crysis 3 (২০১২) গেমটা খেলবো।
Crysis 3 (২০১২) গেমটা নাকি দারুন তাই ভাবছি গেমটা কিনবো...... আর কোন দিন বসুন্ধরা সিটি থেকে গেম কিনবো না দাম বেশি নেয় ওরা Batman Arkham City ২৮০ টাকা নিয়েছিল আর ম্যাক্স পেইন ৩ ৩০০ টাকা নিয়েছিল আর আমি কুষ্টিয়া থেকে Amazing Spider Man গেমটা কিনেছিলাম দাম নিয়েছিল মাত্র ১২০ টাকা আর Devil May Cry গেমটা নিয়েছিল মাত্র ৮০ টাকা...তাহলে লাভ বেশি হইলো কুষ্টিয়া থেকে।
↧
সম্প্রতি কি গেম খেলছেন?
↧