যতবার কোন না কোন সমস্যায় পড়েছি ততবার প্রজন্মে এসেছি এবং সাহায্য পেয়েছি।সেই জন্য প্রজন্মবাসীকে অসংখ্য ধন্যবাদ।যাইহোক কাজের কথায় আসি আমার মায়ের গত দুই-তিন দিন থেকে বুকের উপরের দিকে ডানপাশে মৃদু ব্যাথা হচ্ছে।এবং এই ব্যাথা অনেকক্ষন থাকে।আবার যখন শ্বাস-প্রশ্বাস নেই তখন ব্যাথার অনুভব বেশী হয়।উল্লেখ্য যে,আমার মায়ের গ্যাসটিকের সমস্যা আছে।খুবই চিন্তায় আছি,কি করতে পারি...
↧