emp নামক একটি ডেটাবেস একটি প্রতিষ্ঠানের কর্মীদের hiredate আছে। এখন একটি কুয়্যেরির মাধ্যমে কর্মীরা আজ পর্যন্ত মোট কত দিন ধরে প্রতিষ্ঠানে কর্মরত আছেন তা বের করতে চাচ্ছি। উল্লেখ্য, আউটপুটে নিম্নলিখিত বিষয়গুলোর উল্লেখ থাকতে হবেঃ
বছর, মাস এবং দিন অর্থাৎ ১ বছর, ২ মাস এবং ৩ দিন।
DATEDIFF() ফাংশন দিয়ে ঐ ফরমেটে আউটপুট বের করতে পারছি না।