[ একটা প্রতিবেদন লেখার চেষ্টা করলাম , কেমন হলো জানাবেন ]
লাক্স তারকা রাহার রহস্যময় মৃত্যু অতঃপর ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন
ফটোঃওয়েব
“এই আমাকে একটা হাতির বাচ্চা কিনে দিবে ”
আপনি যদি উচ্চতর শারিরীক বিজ্ঞান নাটকটি দেখে থাকেন তাহলে হয়তো এই সংলাপটিও আপনার মনে আছে আর সেই যে মেয়েটি ২০০৭ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতায় সেরা দশের তারকা সুমাইয়া আসগর রাহা গত বাইশ তারিখ শুক্রবার মোহাম্মদপুরের চান মিয়া হাউজিংয়ের বাসায় রহস্যময়ভাবে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ।
রাহার পরিবার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত না করেই রাহাকে আজিমপুর কবরস্থানে দাফন করে। শনিবার সকালে মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে রাহার বাবা দড়জা ভেঙ্গে রাহাকে ঘড়ের সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাচিয়ে ঝুলতে দেখেন তিনি বলেন আগের দিন সন্ধ্যায় রাহা ঐশিক ও লামিয়া নামক দুই বন্ধুর সঙ্গে বাসায় ফেরেন। এ সময় তার শরীর খারাপ লাগছে বলে রাহা তার মাকে জানান। তার মা তাকে লেবুর সরবতও খেতে দেন। এরপর তার কিছুটা ভালো লাগছে বলে রাতে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন। রাহার বাবা আলী আজগার মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
এদিকে মামলা ময়না তদন্তের জন্য সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আনোয়ার হোসেন ঢাকার সিএমএম আদালতের কাছে এ আবেদন করেন। আবেদনক্রমে বুধবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর লাশ তোলার তদারকির জন্য ম্যাজিস্ট্রেট শামীম বানুকে দায়িত্ব প্রদান করেন।
ফটোঃমিডিয়া টাইমস
অতঃপর আজকে দুপুর দেড়টায় মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও লাশ ওঠানোর তদারকির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শামীম বানু শান্তির উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ পরে ঢামেক মর্গে পাঠানো হয়। এর আগে রাহার বাবা আলী আসগর মেয়ের কবরটি দেখিয়ে দেন।
২০০৭ সালে লাক্সতারকা প্রতিযোগিতায় রাহা থার্ড রানারআপ নির্বাচিত হন।রাহা অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে হুমায়ূন আহমেদের ‘জলতরঙ্গ', নাহিদ আহমেদ পিয়ালের ‘চৈত্র শেষে ভালবাসা', ‘জেনারেশন ফার্স্ট' ইত্যাদি। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ' ছবিতেও তিনি অভিনয় করেছিলেন। এছাড়া গ্রামীণফোন, একটেল ও ক্লিয়ার শ্যাম্পু-এ তিনটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।
রহস্য মানব
২৮/০৩/২০১৩