Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

তাঁরা ‘সরকারের আদর্শের পরিপন্থী’ পুলিশ

তাঁরা ২৪ জন ‘সরকারের আদর্শের পরিপন্থী’ পুলিশ, পুলিশের আবার সরকারের আদর্শের পরিপন্থী !! মাত্র ২৪ জন !!

http://www.prothom-alo.com/detail/date/ … ews/341331

পুলিশের যে ২৪ জন কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা ‘সরকারের আদর্শের পরিপন্থী’ বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গোপন চিঠিতে উল্লেখ করা হয়েছে। গত ২৪ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ আসার পরই ২৪ কর্মকর্তাকে প্রত্যাহার এবং তাঁদের মধ্যে ১৮ জনের ওপর নজরদারির আদেশ দেওয়া হয়। তবে গতকাল পর্যন্ত আদেশ কার্যকর হয়নি।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রথম আলোকে বলেন, সরকারের আদেশ না মানার কোনো অবকাশ নেই। আদেশের কোনো পরিবর্তন হবে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব কর্মকর্তাকে প্রত্যাহার করে নজরদারিতে রাখা ও পরে বিভাগীয় তদন্ত করার জন্য যুগ্ম সচিবকে (পুলিশ) নির্দেশ দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার সময় বিভিন্ন জেলার দায়িত্বরত পুলিশ সদস্যরা কর্তব্য অবহেলাসহ জামায়াত-শিবিরের প্রতি সহানুভূতিশীল আচরণ করেছেন। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট ও সাতক্ষীরায় বেশি নাশকতা চালানো হয়।
চিঠিতে এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। বলা হয়, তাঁদের বেশির ভাগই জামায়াত-শিবিরের কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন। এঁদের মধ্যে গাইবান্ধার পুলিশ সুপার নাহিদুল ইসলামের বিষয়ে বলা হয়, আগাম তথ্য পাঠানোর পরও তিনি কোনো ব্যবস্থা নেননি। একজন পুলিশ সুপারকে আওয়ামী লীগপন্থী হিসেবে উল্লেখ করে বলা হয়, তিনি অধিকাংশ সময় নেশাগ্রস্ত থাকেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা সম্পর্কে জামায়াতের নেতারাই অন্যদের বলেছেন যে, পুলিশের সঙ্গে তাঁদের গোপন চুক্তি রয়েছে। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এ ছাড়া পলাশবাড়ী থানার ওসি আবদুস সাত্তার ও সুন্দরগঞ্জ থানার ওসি মঞ্জুর রহমানও বিএনপি-সমর্থক।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>