[ অনেকদিন আগে অনুমতি নিয়েছিলাম কিন্তু সময় করে জোকস লেখা হয়ে উঠছে না যাওবা দুই একটা লিখেছি তা জুতসই হয় নি ।তাই আপাতঃত পুরাতন কিছু জোকস নতুন ভঙ্গিতে আর শেষের জোকসটা আমার লেখা পরে ভালো করে লেখা হলে সব গুলো দিয়ে দিব কেমন।
আর ছবি আপু ডোন্ট মাইন্ড যাষ্ট ফর ফান অক্কে !]
#
ভাইয়া: জন্মদিনে তুমি কী উপহার চাও?
ছবি আপু: আগামীকাল আমার যত বছর পূর্ণ হবে, তুমি আমাকে ঠিক ততটা গোলাপ দিবে। সকালে ঘুম থেকে উঠেই আমি যেন তোমার দেওয়া গোলাপ হাতে পাই।
ভাইয়াও বেশ খুশি। পরিচিত এক ফুলের দোকানদারকে বলে রাখল, পরদিন ভোরবেলায়ই যেন আমার বাসায় **টি গোলাপ পৌঁছে যায়।
পরদিন খুশিতে বাকবাকুম করতে করতে অফিস থেকে বাসায় ফিরল ভাইয়া। দরজায় দাঁড়িয়েই রাগত স্বরে বলল ছবি আপু, চলে যাও তুমি! আর কখনো তোমার মুখ দেখতে চাই না।
কিছুই বুঝল না ভাইয়া। মন খারাপ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় দেখা ফুলের দোকানদারের সঙ্গে। দোকানদার হেসে বলল, স্যার, ম্যাডাম খুশি হইছে তো? আপনি আমার পুরান কাস্টমার, তাই এক ডজন ফুল বেশি দিছিলাম!
#
একদিন ছবি আপু তার জেরীকে পিটাচ্ছে। তাই দেখে তার এক প্রতিবেশি এগিয়ে এসে বলল,
কি ব্যাপার ভাবি ছেলেকে মারছেন কেন ?
ছবি আপু: আর বলবেন না আপা, আমার ছেলেটা একটু বেশিই পন্ডিত।ওকে একটা নতুন জুতা কিনে দিয়েছি আর বলেছি দুই সিঁড়ি পরপর ছাদে উঠতে, যেন জুতাটা কম ক্ষয় হয় আর ও কিনা তিন সিঁড়ি পরপর উঠে ।প্রতিবেশি তখন বলল, তাহলে তো আরো ভাল,জুতা আরো কম ক্ষয় হবে।
ছবি আপু: আরে আপা তিন সিঁড়ি পরপর উঠতে গিয়েতো ও প্যান্ট ছিড়ে ফেলেছে !
#
জেরী গেছে এক কোল্ড ড্রিঙ্কস এর দোকানে,
সেখানে গিয়ে বলছেঃ একটা পেপসি এর বোতল খুলো ভাই!!
দোকানদার খুলল..
জেরী আবার বললঃ একটা 7up ও খোল”
দোকানদার খুলল.
জেরী আবার বললঃ একটা স্প্রাইট এর বোতল খুলো”
দোকানদার খুলল.
জেরী আবার বললঃ একটা মাউন্টেন ডিউ এর বোতলখুলো”
দোকানদার এখন রাগ হয়ে গেলো আর বলল “ আরে তুই খাবি কোনটা??
জেরীঃ ভাইজান খামুনা !! আমার এই বোতলের ঢাকনা খুলার ঠুস ঠাস আওয়াজ শুনতে খুব মজা লাগে... Image may be NSFW.
Clik here to view.
#
কবিতা স্টাইল
ছবি আপু : হাজার বছর থেকে আমি মশারি টানাইতেছি
খাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াদৌড়ি করিয়া
অনেক চেষ্টা করি আমি।
কিন্তু আমি হালকা খাটো হওয়ায়
প্রায়ই মশারি টানাতে পারি না।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো
সন্ধ্যা আসে, আর আমার ভয় বাড়তে থাকে,
এই বুঝি টানাতে হবে মশারি।
আমি বলছি না, মশারি টানাতে হবে।
আমি চাই একজন আমাকে সাহায্য করুক।
টুলটা এনে দিক। এতে আমার সুবিধা হবে।
ভাইয়াঃ ওরে অভাগা, যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবে একলা মশারি টানাও রে।
একলা টানাও, একলা টানাও একলা টানাও রে।
#
তালি মেরে দিয়েছি
ভাইয়া অফিসে যাওয়ার সময় ছবি আপু বলল, একটা অন্যায় করে ফেলেছি। রাগ করবে না বল?
: তোমার ওপর কি রাগ করতে পারি? কী হয়েছে?
: ইস্ত্রি করার সময় তোমার প্যান্টের পিছনটা পুড়ে ফেলেছি।
: তাতে কী হয়েছে? আমার তো ঠিক ওই রকম আরো একটা প্যান্ট আছে।
: জানি, সেই প্যান্টটা কেটেই তো পোড়া প্যান্টটা তালি মেরে দিয়েছি।
#
একদিন ভাইয়ার এক বন্ধু ছবি আপুর বাড়িতে বেড়াতে এসেছে।ভাইয়া বাড়িতে নেই তাই জেরীর সাথে পড়াশোনানিয়ে গল্প করছে।
বন্ধু: বাবু তুমি কি পড়?
জেরী: হাফ প্যান্ট পরি।
বন্ধু: না মানে কোথায় পড়?
জেরী: কেন দাভির নিচে পরি। Image may be NSFW.
Clik here to view.
#
একদিন জেরী দুই মিনিট পর পর টয়লেটে যাচ্ছে আর আসছে দেখে ছবি আপু চিন্তিত হয়ে জেরী কে জিজ্ঞেস করছে
ছবি আপুঃ কি হয়েছে বাবা , তোমার বগি খালি কম্পার্টমেন্টে ঢুকতাছে আর বাহির হইতেছে?
জেরীঃ আম্মু বাঁধ ভাইঙ্গা গেছে
টমঃআমি আগেই কইছিলাম , পাগলা আম্মুর রান্না করা ঐসব পচা খাবার খাসনা বাঁধ ভাইঙ্গা যাইব।