Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

লক্ষনের আত্মতৃপ্তি

$
0
0

অবসরে যাওয়া ভারতের তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ বলেছেন, ক্রিকেটই তাকে ‘সবকিছু’ দিয়েছে। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হিসাবে দায়িত্ব পালনের মাধ্যমে ও ধারাভাষ্যকার হিসাবে ক্রিকেটকে কিছু দিতে পেরে আত্মতৃপ্ত তিনি।

http://www.natunbarta.com/assets/images/news_images/2013/04/06/for_details/image_19870_0.jpg

লক্ষণ বলেন, “অনেক বিষয়ে আমি অভিজ্ঞতা অর্জন করছি। ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেয়াটা অনেকটা দায়মোচনের মতো। কারণ ক্রিকেটই আমাকে সব কিছু দিয়েছে। আমি যে বিশাল অভিজ্ঞতা অর্জন করেছি, আমি তা ক্রিকেটারদের মধ্যে ভাগাভাগি করতে চাই।” তিনি আরো বলেন, “মেন্টরিংয়ের মাধ্যমে আমি খেলোয়াড়দের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করছি। ধারাভাষ্যকার হিসাবে দর্শকদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি হচ্ছে। ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেয়ার জন্য এটা সবচেয়ে ভালো উপায়।”

http://www.natunbarta.com/sports/2013/0 … ad01ed0f2d


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>