Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

রৌদ্র জ্বালা দুপুরে একদিন..............

$
0
0

ধর কোনো একদিন তুমি আমি মিলে
বেড়াতে গেলাম ওই দুরের ঝিলে,

সকালের স্নিগ্ধ হাওয়ায় নয়
অথবা বিকালের এলোমেলো বাতাস বয়
না সেই ক্ষনগুলিতেও নয় ।

সূর্য যখন ঠিক মাথার উপরে
ঝকঝকে সোনালী রৌদ্রজ্বালা দুপুরে,

চারদিকে শুনসান নিরবতা
মাথায় নেই তরুর ছায়ার ছাতা ।

হাঁটতেছি দুইজন পাশাপাশি
যেনো স্বপ্ন দুচোখে আকাশস্পর্শী ।

রোদের তীক্ষ্মতায় ঘাম ঝরছে দরদর
সূর্যটাও মাথার উপর হতে করছেনা নড়ছড় ।

মাঝে মাঝে দু এক ঝলক হাওয়ার ঝটকায়
তোমায় আমায় ভিজিয়ে দিয়ে যায়
ভালবাসার বহমান স্রোতধারায় ।

পথ চলতে চলতে তুমি আমি ক্লান্ত
অবসন্ন দেহে হয়ে পরি শ্রান্ত,

দুইজনই অনুভব করি সুশীতল ছায়ার
হয়তো ভুলই ছিলো ঘুরাঘুরিটা অবেলার ।

তৃষ্ণায় কাতর কন্ঠে বলে যাই
যখন তৃষ্ণা জাগে মনে তখন যেন,
এমনি করে তোমায় পাই ।

ভালবাসা যেনো হয় এমনি
ঝাঁঝালো রৌদ্রজ্বালা দুপুরের ক্লান্তিতে একফোটা পানি ।

অথবা একটু সুশীতল ছায়ায় মুছে যায় ক্লান্তি, গ্লানী
সকালের স্নিগ্ধতা আর বিকালের  এলোমেলো বায়ের ঘূর্ণী,
এসবই হয় যেনো ভালোবাসার বেষ্টনি ।

চৈত্রের তীক্ষ্ম খরায় তৃষ্ণার্থ প্রাণে প্রয়োজন এক ফোটা পানি
তেমনি একটু সুন্দর কথা, ব্যবহার ভালবাসায়ও দেয় সমঝোতা আনি।
https://lh4.googleusercontent.com/-GWjrQyH5u3E/UWEfrl3eTAI/AAAAAAAAP1M/Qt99UjW7s7k/s497/8.gif
সংগৃহীত এ্যানিমেশন


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>