Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

আপনি একজন সুপারস্টার হয়ে যেতে পারেন যেকোন সময়।

$
0
0

মেধা এবং ইচ্ছে থাকলে আপনিও হতে পারেন সুপারস্টার৷ যে কাজেই সৃজনশীলতা এবং দক্ষতা আছে তার ছোট্ট একটি নমুনা তুলে দিন ইউটিউবে৷ তারপর অপেক্ষা করুন৷ ঘরে বসেই পেয়ে যাবেন হঠাৎ তারকা হয়ে যাবার সুখবর, হাতে আসবে অনেক টাকা!
অস্ট্রেলিয়া, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, বেলজিয়াম, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ব্রিটেন, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, ইসরায়েল, পোল্যান্ড, রাশিয়া, স্পেন, ক্যানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, আর্জেন্টিনা এবং ব্রাজিল এই ২৬টি দেশের যে কোনো একটিতে বসবাস করছেন? তাহলে আগামী বছরই আপনার জন্য এমন সুযোগ নিয়ে আসছেন সাইমন কাওয়েল৷
‘দ্য এক্স ফ্যাক্টর’ এবং ‘গট ট্যালেন্ট’-এর মতো প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব এবার পা রাখছেন টেলিভিশনের বাইরে৷ গত বছরই তিনি দেখেছেন তাঁর প্রতিটি অনুষ্ঠান জনপ্রিয় হয়ে ওঠার পেছনে ইউটিউবের ভূমিকা দিন দিন বাড়ছে৷ কোনো অনুষ্ঠানের ভালো লাগা একটা অংশ কেউ একজন ইউটিউবে আপলোড করে দিলেন, তা দেখতে হুমড়ি খেয়ে পড়লেন অন্যরা৷ ইউটিউবে দেখে যাঁদের ভালো লাগে, তাঁদের অনেকে আবার সময় বের করে টিভির সামনে বসে পড়েন সেই অনুষ্ঠান দেখতে৷ এ বিষয়টা লক্ষ্য করার পর থেকেই নতুন একটা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার কথা ভাবছিলেন সাইমন কাওয়েল৷
প্রায় এক বছর সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ অনেকটা এগিয়ে সোমবার দিলেন ঘোষণা – তাঁর নিজের প্রতিষ্ঠান সাইকো এন্টারটেইনমেন্ট আগামী বছরই শুরু করবে ইউটিউবের মাধ্যমে প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান৷

আরো বিস্তারিত জানতে ভিজিট করুন এখানেhttp://eratunes.com/2013/04/%E0%A6%86%E … %E0%A6%BC/

বন্ধুরা যদি এই টিউনটি ভাল লেগে থাকে তাহলে আমাদের এই পেইজ এwww.facebook.com/eratunes একটা লাইক দিবেন।

সুত্র ঃ ইন্টারনেট / বিডি অ্যাকশন ব্লগ ।।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>