মুভিতে সামান্য কয়েক সেকেন্ডের জন্য অভিনয় করার জন্য অভিনেতাকে কী পরিমাণ পে করা হয়? এই প্রশ্নটা বহু দিনের। কালকে সারিম ভাইয়ের 12 Angry Men মুভি দেখার কথা শুনে প্রশ্নটি আবার মাথা চাড়া দিয়ে উঠল। 12 Angry Men (1957)-এ সহজ একটি উদাহরণ রয়েছে। ১৮ বছরের অভিযুক্তকে কিছুক্ষণের জন্য এ মুভিতে দেখা যায়। জুরিরা রুমে প্রবেশ করার ঠিক আগেই সেই ছোট ছেলেটিকে (যে তার বাবাকে খুনের দায়ে অভিযুক্ত) দেখানো হয়।
Image may be NSFW.
Clik here to view.
বাবাকে খুনের দায়ে অভিযুক্ত ১৮ বছরের ছেলেটি
তো এই ছেলেটিকে কী রকম পে করা হতে পারে? অথবা যদি কোন বিখ্যাত অভিনেতা এই রকম কিছু সময়ের জন্য অভিনয় করেন তাহলে তাকেই বা কত পে করা হয়?
দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ’উক্তি‘ নিয়ে। কোন মুভিতে কোন অভিনেতার বলা কথা যদি উদ্ধৃত করার মতো অসাধারণ সুন্দর হয়, তাহলে এ ক্ষেত্রে ঐ উদ্ধৃতির জন্য কাকে উল্লেখ করতে হবে—অভিনেতাকে নাকি স্ক্রিপ্ট রাইটারকে? অথবা অন্য কাউকে?