যমজদের নিয়ে কিছুটা কৌতুহলী প্রশ্ন মাথায় আসলো। আশা করি ডাক্তার ফোরামিকরা আশা করি এই বিষয়ে আলোচনা করে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করবেন। প্রথমে কিছু কৌতুহলী প্রশ্ন ঃ
১। যেসব যমজেরা দুজন একসাথে জোড়া থাকে, তাদের অনুভূতি কিভাবে কাজ করে? দুজনের শরীরের যেকোনো স্থানে স্পর্শ করলেই দুজনে টের পাবে? না পেলে প্রত্যেকের অনুভূতির সীমা কতদূর?
২। তাদের শরীরের পুষ্টিবিধান কিভাবে হয়? দুজনকেই খাবার খেতে হয়? নাকি একজন খাবার খেলেই হয়?
৩। সাথেই আরেকটা প্রশ্ন (আমার কাছে যেটা বেশি গুরুত্বপূর্ণ ) যমজেরা কি একসাথে মারা যায়? না মারা গেলে একজনের মৃতদেহ কি জীবিত জনের শরীর থেকে পুষ্টি নিয়ে সতেজ থাকে?
৪। বাংলাদেশেই দেখি এখন যমজদের আলাদা করার অপারেশন হয়। এ ধরনের অপারেশন কি খুবই ব্যায়বহুল?
৫। সর্বোপরি যমজ হওয়ার কারন কি?