প্রজন্মের মডারেটর এবং এডমিনদের বলছি
আমি প্রজন্ম ফোরামে যখন আসি তখন আমার উদ্দেশ্যে ভাল ছিলা না।
আমি স্বীকার করছি শুধু ২/৩ টা পোষ্ট করাই আমার উদ্দেশ্য ছিল।
আমি ফোরামে শুধু পড়তাম মাঝে মাঝে এসে।
কিন্তু এখানে পোষ্ট করর পর সবার যেভাবে ভালোবাসা পেয়েছি বলার মত নয়।
আমি রেগুলার ৩/৪ ঘন্টা করে ফোরামে থাকি।
আমি যখন রেগুলার হয়েছি তখন ফোরামে নিনজা ঝড় চলতেছিল। সেই সময়টা খুব খারাপ লাগত, সবাই নতুনদের সন্দেহের চোখে দেখত। এভাবেই চলছিল.........
এর আগে কি পরে ফোরামে আরেক সমস্য চলছিল সেটা হল রাজা, জারা আরো কি কি নামে তারা একাঊন্ট খুলে আপত্তি জনক কথা বলছিলেন এরপর শামীম ভাই একদিন এক আইডি বাতিল করার পর কারন দেখালেন যে টেম্পোরারি মেইল এড্রেস ইউজ হয়েছে, এর আগে আমি এটা নিয়মের পরিপন্থি জানতাম না এরমধ্যে আবার পাসওয়ার্ডও ভুলে গেলাম (ষোলোকলা পূর্ণ হল আরকি!!! )
আমি আমার সমস্যা জানিয়ে টপিক লিখলাম
আবার আজাইরা বিভাগে উদাসিন ভাইকে পেয়ে আমার সমস্যার কথা জানালাম (আমি লগ-ইন করতে পারছি না তাই লিংক দিতে পারছি না)
এও জনালাম আমার পাসোয়ার্ড হারালে আমি কিভাবে মেইলে পাব?? আমারতো মেইল এড্রেস নেই। উনি পাসোয়ার্ডের এক্টা লিংক দিলেন বা কিভাবে যেন ঠিক করে দিলেন। বললেন সমস্যা নাই। বললেন মেইল এড্রেস চেঞ্জ করে নিয়েন।
কিন্তু আমার ব্রাউজারের ঝামেলার জন্য আমি কিছুতেই পারছিলাম না।
এরপর ফোরামের রিসেন্ট আপডেটের পর আপনারা জানেন বাগের কারনে মোবাইল নাম্বার ও ইমেল চেঞ্জ করা যাচ্ছে না
যাইহোক আমি কিন্তু আমার মেইলের কথা জানিয়েছি ও স্বীকারো করেছি এবং পরিবর্তন করে দিতেও বলেছি
এবং সেটা গত বছরের অক্টোবর মাসে।
আমার এক্টাই কথা আমি ফোরামে কোন স্পামিং করি নাই, অযাথা রেপুও দেই নাই
শুধু মুজ্জি ও সেভারাস ভাইদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে।
অনেকে মনে করেন আমার আরও আইডি আছে, সত্যি বলছি আমার আর আইডি নেই
এই ফোরামে পর্ণ ছবি পোষ্ট করার পরও উদাসিন ভাই তাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন,
আমাকে কি একটা বার সুযোগ দেওয়া যায় না??
আমি ইচ্ছা করলে হয়ত আরেকটা আইডি খুলতে পারি, যতক্ষন ধরে লেখতেছি এতক্ষনে হয়ত ২/৩ টি একাউন্ট করাও যেত কিন্ত আমি চাই যে আমার আগের পোষ্ট ও টপিক সবাই জানুক।
প্লিজ আমাকে একবার সুযোগ দিন, .............
আমার আইডি সেট করে দিতে পারেন
raselpro@gmail.com অথবা
pirate.fb.hacker@gmail.com
ফোরামিকদের প্রতি
এবার নিজের সম্পর্কে বলি আমি রাসেল আহমেদ। এসএসসি করেছি রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজ থেকে ২০০০ এ এরপর নটরডেম থেকে ২০০২ এ ইন্টার এরপর আমি ঢাঃবিঃ ও বুয়েটে চান্স না পেয়ে প্রথমে জগন্নাথ কলেজে ভর্তি হই। পরে এখানে ভাল না লাগায় কয়েক বন্ধু সহ উচ্চশিক্ষার্থে জার্মানী যাই। এই বিদেশে যাওয় জার্মান শেখা (যদিও সব ক্ষেত্রে লাগে না) হবিজাবি দৌড়াদৌড়িতে ৩ বছর নষ্ট হয় এরমধ্যে দেশে ১ বছর প্রাইভেটেও পড়েছি
সেখানে ওয়াল থেকে গ্রাজুয়েশন করি, এর অংশ হিসেবে আমি বেশ কিছুদিন ফেসবুকের হায়দ্রাবাদে ইন্টার্নশীপ করেছি। দেশে এসে এখন আপাতত এক্টা মাল্টিন্যাশনাল কোঃ তে আছি
বেশীদিন দেশে থাকার ইচ্ছা নেই। আবার হয়ত জার্মানী চলে যাব।
একদিন মতিঝিল আসুন চায়ের দাওয়াত থাকল