গত ২ দিন আগে lacie rugged mini 1 TB HDD কিনার পর সবগুলা ড্রাইভ ব্যাকআপ দেয়া পর যখন হাড্ডি থেকে গান বা মুভি দেখি তখন প্রায়ই মুভি বা গান শোনার মধ্যে কয়েক সেকেন্ডের জন্য স্টপ হয়ে হয়ে চলে। সবচেয়ে বেশি প্রব্লেম হয় মুভি দেখার সময় একটা ২ ঘন্টার মুভি দেখতে অন্তত ২০ বারের ও অধিক ১-২ সেকেন্ডের জন্য আটকে যায় । তাছাড়া হাড্ডিতে আর কোন প্রব্লেমই নাই কপি পেস্ট সুপার ফাস্ট । হাড্ডিতে মাত্র ৩টা ড্রাইভ পার্টিশন করেছি ntfs format এ । সমস্যাটা কি হতে পারে ।
↧