মেয়েটি লজ্জা লজ্জা চোখে তাকাচ্ছিল না,
ছেলেটি বেহায়া'র মতো তাকিয়েই আছে,
মাঝে মাঝে অস্থির ভাবে মুখ ফিরিয়ে নিচ্ছিলো,
চোখে চোখ পড়লে হিমশীতল ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
যেন নীলগিরি'তে রাস্তা হারিয়ে ফেলেছে,
বেচারা! বেশি সৌন্দর্য সহ্য করতে পারেনি,
বারবার ঘুরেফিরে তাকিয়েছি অনেকবারই,
লাল পাঞ্জাবী কেউ পরে আজকাল!
একটু এগিয়ে গিয়ে বললাম, কেমন আছেন?
ভিসুভিয়াস যেন ফেটে উঠলো, আমি??
↧
আমি??
↧